ভারতের টেলিকম বিপ্লবের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত তিনি। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আহ্বানে সাড়া দিয়ে ভারতে আসেন এ দেশের টেলিকম ব্যবস্থার আধুনিকীকরণের কাজে যুক্ত হতে। সাইবার হামলার শিকার হলেন এ হেন স্যাম পিত্রোদাই।
ইন্ডিয়া ওভারসিজ় কংগ্রেসের নেতা পিত্রোদা আজ তাঁর ই-মেলের তালিকায় থাকা সবাইকে একটি মেল করেছেন। তাতে তিনি জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে তাঁর স্মার্টফোন, ল্যাপটপ ও সার্ভার হ্যাক করা হয়েছে। হ্যাকারেরা ক্রিপ্টোকারেন্সিতে তাঁর কাছে লক্ষ লক্ষ ডলার চেয়েছে। দাবি না মেটালে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
পিত্রোদা ওই ই-মেলে তাঁর আত্মীয়স্বজন ও ই-মেল তালিকায় থাকা অন্যদের অনুরোধ করেছেন, কোনও অজানা আইডি বা নম্বর থেকে তাঁর সম্পর্কে বার্তা এলে যেন তাঁরা তা না খোলেন। সে সব বার্তার সঙ্গে থাকা কোনও ‘অ্যাটাচমেন্ট’ও যেন ডাউনলোড না করেন। কারণ, তাহলে তাঁদের যন্ত্রেও হামলা চালাবে হ্যাকারেরা।
ভারতীয় টেলিকম বিপ্লবের অন্যতম পথিকৃৎ স্যামেরই এ হেন অবস্থায় চিন্তা বাড়তেই পারে সাধারণ মানুষের। কী ভাবে তাঁর সুনাম নষ্ট করার চেষ্টা হবে তা জানাননি স্যাম। তবে সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তের মতে, ‘‘এখন অনেক সময়েই ওয়টস্যাপের মাধ্যমে তোলাবাজির চক্র চলছে। ভিডিয়ো কলে হাজির হচ্ছেন মহিলারা। কেউ সেই ভিডিয়ো কল ধরলেই শুরু হচ্ছে রেকর্ডিং। পরে সেই রেকর্ডিংয়ের সূত্র ধরে শুরু হচ্ছে ব্ল্যাকমেল।’’
সন্দীপের মতে, বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে ফোনের সেলফি ক্যামেরা স্টিকার দিয়ে আটকে রাখলে বিপদ কমবে। ঘটনা ঘটলে সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ সরে যাওয়া প্রয়োজন।
স্যাম জানিয়েছেন, তিনি বর্তমানে সফর করছেন। শিকাগোতে ফিরেই এই সমস্যার সমাধান করতে পদক্ষেপ করবেন। বদল করবেন পুরনো হার্ডওয়্যার ও সফটওয়্যার। ব্যবস্থা করবেন নতুন ডিজিটাল সুরক্ষা ব্যবস্থার।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)