গোপনে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেছেন সজ্জন জিন্দাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু তিনি। নওয়াজেরও। এটাও ঘটনা, দু’দেশেই ব্যবসায়িক স্বার্থ রয়েছে সজ্জনের। কিন্তু কুলভূষণকে ফাঁসির সাজা শোনানো, কাশ্মীরের অশান্তিতে সে দেশের ইন্ধন নিয়ে দু’দেশের সম্পর্ক যখন খুবই তিক্ত, তারই মধ্যে সজ্জনের ওই সফর কৌতূহল তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, ভারত কী তবে ‘ট্র্যাক-টু’ পথে আলোচনা চায় পাক রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে? মোদী-নওয়াজ সম্পর্কের রসায়ন ভাল হলেও কুলভূষণের মুক্তির প্রশ্নে নয়াদিল্লিকে কড়া অবস্থান নিয়ে চলতে হচ্ছে। সে ক্ষেত্রে সজ্জন-সূত্রকে কাজে লাগিয়ে পাক সরকারের সঙ্গে যোগাযোগ রাখা ও জট খোলার চেষ্টা হচ্ছে কি না— এই প্রশ্নে স্বাভাবিক ভাবেই নীরব সাউথ ব্লক। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনার গত বুধবার কুলভূষণের ফাঁসির বিরুদ্ধে আবেদন পেশ করেন পাক বিদেশ মন্ত্রকে। সে দিনই সজ্জন হেলিকপ্টারে যান মুরিতে। দেখা করেন নওয়াজ ও তাঁর মেয়ে মরিয়মের সঙ্গে। যা নিয়ে পাক সংবাদমাধ্যমেও প্রশ্ন তোলা হয়েছে, এটা কি ভারত-পাক আলোচনার রাস্তা খোলার চেষ্টা? যা নিয়ে মুখ খুলছে না পাক বিদেশ মন্ত্রকও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy