বাঙ্কারে ভীত-সন্ত্রস্ত মুখের আর্তনাদের মাঝে জন্ম হল এক শিশুকন্যার।
বাইরে ক্ষণে ক্ষণে বিস্ফোরণ। আকাশে প্রবল শব্দে পাক খাচ্ছে যুদ্ধ-বিমান। কুণ্ডলী পাকানো ধোঁয়ায় ঢেকেছে কিভ। বারুদের গন্ধ ইউক্রেনের প্রধান শহর বাতাসে। এই পরিস্থিতিতে বোমা হামলা থেকে বাঁচতে হাজার হাজার ইউক্রেনীয় আশ্রয় নিয়েছেন পাতাল রেল স্টেশনে আর ঠান্ডা যুদ্ধের সময় তৈরি হওয়া বাঙ্কারে। এই রকমই বাঙ্কারে ভীত-সন্ত্রস্ত মুখের আর্তনাদের মাঝে জন্ম হল এক শিশুকন্যার।
মায়ের আঙুল আঁকড়ে ধরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ওই শিশু। ইউক্রেনের বিদেশ মন্ত্রকের টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশ করা হয়েছে সেই ছবি। বিবরণীতে লেখা হয়েছে, ‘আমরা যতদূর জানি, এই প্রথম কোনও এক শিশুর জন্ম হল কিভের বাঙ্কারে। পাশেই জ্বলছে বহুতল। রাস্তায় দাঁড়িয়ে আছে রুশ-ট্যাঙ্ক। আমরা ওকে স্বাধীনতা বলেই ডাকব।’
First (to our knowledge) baby was born in one of the shelters in Kyiv. Under the ground, next to the burning buildings and Russian tanks… We shall call her Freedom! 💛💙 Believe in Ukraine, #StandWithUkraine pic.twitter.com/gyV7l2y9K1
— MFA of Ukraine (@MFA_Ukraine) February 26, 2022
তবে, সংবাদমাধ্যম ‘ডেলি মেল’-এর রিপোর্ট অনুযায়ী, মিয়া নামে ওই শিশুকন্যার জন্ম দিয়েছেন ২৩ বছরের এক তরুণী। প্রসবের সময় ওই তরুণীকে সাহায্য করেছেন কিভের পুলিশকর্মীরা। বর্তমানে মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy