চের্নোবিলের পারমাণবিক বিপর্যয়ের কথা মনে পড়ে? ১৯৮৬-র ২৬ এপ্রিলের মধ্যরাত। অবিভক্ত সোভিয়েত ইউনিয়নে চের্নোবিল পরমাণু কেন্দ্রের ৪ নম্বর চুল্লিতে ঘটেছিল ভয়াবহ বিস্ফোরণ। বিষাক্ত তেজস্ক্রিয় বিকিরণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। বহু বিশেষজ্ঞের মতে, ফের ঘটতে পারে চের্নোবিলের মতো বিপর্যয়। কেন এই আশঙ্কা?