পানামা পেপার্স কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির যে সব অভিযোগ উঠেছে, পাকিস্তান সুপ্রিম কোর্ট সেগুলির তদন্তে অনুমতি দিল। অভিযোগগুলির তদন্তের জন্য শাসক দল পাকিস্তান মুসলিম লিগ ও প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফকে দ্রুত একটি ক্ষমতাশালী কমিশন গড়ার জন্য যৌথ ভাবে কাজ শুরু করতে বলল পাকিস্তানের শীর্ষ আদালত। সেই তদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী শরিফ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলির পূর্ণাঙ্গ তদন্ত না হলে আগামীকাল থেকে গোটা ইসলামাবাদ অচল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিরোধীরা। এর পরেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট মঙ্গলবার ওই তদন্তের অনুমতি দিয়েছে।
পাকিস্তানের সর্বোচ্চ আদালতের এই নির্দেশকে তাঁদের ‘এতিহাসিক জয়’ বলেছেন বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। এর পরিপ্রেক্ষিতে তাঁরা কাল থেকে ইসলামাবাদ অচল করে দেওয়ার ডাক প্রত্যাহার করছেন বলেও জানিয়েছেন ইমরান।
আরও পড়ুন: কী ভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হল পাকিস্তান? জেনে নিন ১২টি কারণ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy