প্রধানমন্ত্রী মোদী এবং পোপ ফ্রান্সিস। ছবি: টুইটার থেকে নেওয়া।
ইটালি সফরের দ্বিতীয় দিনে ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপ দ্বিতীয় ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জি-২০ শীর্ষ সম্মেলনের আগে তিনি ভ্যাটিকানে গিয়ে পোপকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
ভ্যাটিকান প্রধানকে আলিঙ্গনের ছবি পোস্ট করে টুইটারে মোদী লেখেন, ‘পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতে ছিল উষ্ণতার ছোঁয়া। তাঁর সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনার সুযোগ পেয়েছি। তাঁকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছি।’ সাক্ষাতের পরে রোমে গিয়ে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেন মোদী।
Had a very warm meeting with Pope Francis. I had the opportunity to discuss a wide range of issues with him and also invited him to visit India. @Pontifex pic.twitter.com/QP0If1uJAC
— Narendra Modi (@narendramodi) October 30, 2021
প্রসঙ্গত, ২০১৩ সালে পোপের পদে আসীন ফ্রান্সিস এই প্রথম কোনও ভারতের কোনও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন। মোদী-সহ ভারতের মোট পাঁচ জন প্রধানমন্ত্রী এ পর্যন্ত খিস্ট্রান রোমান ক্যাথলিক গোষ্ঠীর শীর্ষ ধর্মগুরু পোপের সঙ্গে দেখা করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy