Advertisement
০৫ নভেম্বর ২০২৪
International

উল্টো সুরে গাইছেন ক্যাবিনেটে ট্রাম্পের পছন্দের সদস্যরা!

এতটা হ্যাপা পোহাতে হবে, কেউ কখনও জানতো? আর কেউ জানুন বা না-জানুন, ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই জানতেন না! তাঁর যে সব পছন্দের লোকজনকে তিনি বেছে বেছে এনেছেন ক্যাবিনেটে, তাঁরাই এখন সেনেট-সদস্যদের সামনে দাঁড়িয়ে ট্রাম্পের ‘ইলেকশন ট্রাম্পেট’-এর উল্টো সুরে গাইছেন!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ১৭:৪৯
Share: Save:

এতটা হ্যাপা পোহাতে হবে, কেউ কখনও জানতো?

আর কেউ জানুন বা না-জানুন, ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই জানতেন না! তাঁর যে সব পছন্দের লোকজনকে তিনি বেছে বেছে এনেছেন ক্যাবিনেটে, তাঁরাই এখন সেনেট-সদস্যদের সামনে দাঁড়িয়ে ট্রাম্পের ‘ইলেকশন ট্রাম্পেট’-এর উল্টো সুরে গাইছেন! প্রেসিডেন্ট ভোটে জেতার জন্য আমেরিকার বিভিন্ন স্টেটে গিয়ে প্রচারে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প যা যা বলেছিলেন, ভাবী মার্কিন প্রেসিডেন্টের পছন্দের ক্যাবিনেটের অনেক সদস্যই এখন বলছেন, সে সব তাঁরা মানতে রাজি নন। তাঁরা একটু অন্য ভাবে ভাবেন। ফলে, সেনেট-সদস্যদের সামনে রীতিমতো মুখ পুড়ে যাচ্ছে ভাবী মার্কিন প্রেসিডেন্টের।

তা সে মার্কিন মুলুকে মুসলিমদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির প্রসঙ্গই হোক বা রুশ বিরোধী ইউক্রেনের হাতে অস্ত্র তুলে দেওয়ার নীতি, দেখা যাচ্ছে, ভাবী মার্কিন প্রেসিডেন্টের ‘পথের পথিক’ হতে রাজি নন নতুন ক্যাবিনেটের জন্য তাঁরই বাছাই করা সদস্যরা।

ক্যাবিনেটের কোন কোন সদস্য ট্রাম্পের উল্টো সুরে গাইছেন, জানেন?

বিদেশ সচিব পদে ট্রাম্পের বাছাই রেক্স টিলারসন, অ্যাটর্নি জেনারেল জেফ সেসনস এবং হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারি বেন কারসান ও সেক্রেটারি অফ হোমল্যান্ড সিকিওরিটি জন কেলি।

মার্কিন সংবিধানের কানুনটা একটু অন্য রকম। সেখানে নতুন প্রেসিডেন্ট তাঁর ক্যাবিনেটের জন্য পছন্দের সদস্যদের বেছে নিলেই তাঁর নামটি চূড়ান্ত হয়ে যায় না। সেনেটে সংশ্লিষ্ট কমিটির প্রশ্নমালার জবাব দিতে হয় প্রেসিডেন্টের বেছে নেওয়া নতুন ক্যাবিনেটের সদস্যদের। তাতে কমিটির সদস্যরা সন্তুষ্ট না হলে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রেসিডেন্টের বেছে নেওয়া ক্যাবিনেট-সদস্যও বাতিল হয়ে যেতে পারেন।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত তারই প্রেক্ষিতে সেনেট সদস্যদের অধিকাংশকে সন্তুষ্ট করার প্রাণপণ প্রয়াসে ট্রাম্পের মনপসন্দের ক্যাবিনেট-সদস্যদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মুখ এখন ভাবী মার্কিন প্রেসিডেন্টের উল্টো সুরে গাইতে শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন- বড়সড় যুদ্ধ করতে হবে, পরমাণু যুদ্ধও হতে পারে: চিনা হুমকি আমেরিকাকে

প্রথমেই ধরা যাক ট্রাম্পের বাছাই করা বিদেশ সচিব রেক্স টিলারসনের কথা। ভোটের প্রচারে গিয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প যে কথা বলেছিলেন, টিলারসন সেনেটে গিয়ে বলে এসেছেন ঠিক তার উল্টো কথাটাই। টিলারসন বলেছেন, ট্রান্স-প্যাসিফিক বাণিজ্য চুক্তিকে তিনি সমর্থন করেন। ট্রাম্প কিন্তু ওই চুক্তি বাতিলের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন অনেক দিন ধরেই। ট্রাম্পের বাছাই টিলারসন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘খুব কাছের লোক’ বলে পরিচিত। সেই টিলারসনই সেনেটে রাশিয়ার কড়া সমালোচনা করেছেন! জানিয়েছেন, ইউক্রেনের (রাশিয়ার ‘শত্রু দেশ’ বলে পরিচিত) হাতে অস্ত্র তুলে দেওয়ার বিষয়টিকে তিনি সমর্থন করেন।

ট্রাম্পের চোখ যদি এর পরেও তাঁর কপালে না ওঠে, তা হলে, তাঁরই পছন্দের অ্যাটর্নি জেনারেল জেফ সেসনস সেনেটে যা বলেছেন, তাতে হয়তো মূর্ছাও যেতে পারেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। সেসনস জানিয়েছেন, তিনি একেবারেই চান না আমেরিকায় মুসলিমদের প্রবেশাধিকার নিষিদ্ধ হোক। ট্রাম্প যেখানে দেশে জল বন্ধ করে দেওয়ার মতো কড়া শাস্তির কানুন চালু করতে চাইছেন, সেখানে সেসনস জানিয়েছেন, তিনি ‘ওয়াটারবোর্ডিং’-এর মতো শাস্তি ফেরানোর বিপক্ষে। দেশে মুসলিমদের অনুপ্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির বিরুদ্ধে সওয়াল করে সেসনস বলেছেন, ‘‘কোনও ধর্মকে এ ভাবে টার্গেট করা ঠিক নয়। বরং যে সব দেশ সন্ত্রাসের জন্ম দেয়, সেখান থেকে আসা মানুষের ওপর নজর রাখা উচিত।’’

খবর, সেনেটে গিয়ে সেনেটরদের কড়া প্রশ্নবাণের মুখে পড়ে ট্রাম্পের প্রতি ‘হস্টাইল’ হয়ে গিয়েছেন নতুন ক্যাবিনেটে তাঁরই পছন্দের আরেক সদস্য, সেক্রেটারি অফ হোমল্যান্ড সিকিওরিটি জন কেলি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE