Advertisement
২৬ নভেম্বর ২০২৪

কোভিড নিয়ে অফিসে, ২ আক্রান্ত থেকে ছড়ানো সংক্রমণে ওরেগনে মৃত ৭

 ২ জন ব্যক্তি অসুস্থ অবস্থাতেই অফিসে গিয়েছিলেন। তাঁদের কোভিডের লক্ষণও ছিল। পরে ওই দু’জনের পরীক্ষার ফল পজিটিভ আসে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ওরেগন শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ১৮:৫৩
Share: Save:

গত ২ মাস ধরেই আমেরিকা জুড়ে হু হু করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। সম্প্রতি সেখানকার ওরেগনের দক্ষিণ অংশে করোনা ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে। ২ জনের থেকে ছড়ানো ভাইরাস প্রাণ কেড়েছে ৭ জনের। সঙ্গে ৩০০-র বেশি পরিবারকে যেতে হয়েছে নিভৃতবাসে।

যদিও করোনার এ ভাবে ছড়িয়ে পড়া লোক জমায়েতের কোনও অনুষ্ঠান থেকে হয়নি। ছড়িয়েছে মাত্র ২ জনের থেকে। এতেই কপালে ভাঁজ স্থানীয় প্রশাসনের।

ডলগাস কাউন্টির এক অফিসার এ ব্যাপারে বলেছেন, ২ জন ব্যক্তি অসুস্থ অবস্থাতেই অফিসে গিয়েছিলেন। তাঁদের কোভিডের লক্ষণও ছিল। পরে ওই দু’জনের পরীক্ষার ফল পজিটিভ আসে। তাঁদের সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদের সকলকে এর পর কোয়রান্টিনে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘‘ওই দু’জনের থেকে ছড়িয়ে পড়া সংক্রমণের কারণে ৩০০ পরিবারকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। মৃত্যু হয়েছে ৭ জনের। ওই পরিবারগুলির সদস্যেরা ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। আমরা তাঁদের সমব্যাথী।’’

আমেরিকার ওরেগনে করোনাভাইরাসের জেরে এখনও অবধি ১ হাজার ৩৪৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৭৫৫ জন। যার অধিকাংশই নভেম্বর এবং ডিসেম্বর মাসে।

অন্য বিষয়গুলি:

Coronavirus USA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy