আঁধারে ডুবে পাকিস্তানের রাস্তা। ছবি: পিটিআই
সরবরাহ ব্যবস্থায় গোলমালের কারণে শনিবার দীর্ঘক্ষণ পাকিস্তানে বন্ধ ছিল বিদ্যুৎ পরিষেবা। রবিবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হল ইমরান খানের দেশে। রাজধানী-সহ পাকিস্তানের বিভিন্ন শহরে রবিবার কোথাও আংশিক, কোথাও সম্পূর্ণ বিদ্যুৎ পরিষেবা ফিরে এসেছে।
শনিবার মধ্যরাতের কিছু আগে হঠাৎই পাকিস্তানের একাধিক শহরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। আঁধারে ঢেকে যায় দেশের বেশিরভাগ শহর। করাচি, রাওয়ালপিণ্ডি, লাহৌর, ইসলামাবাদ, মুলতান-সহ একাধিক শহরের বাসিন্দারা প্রবল সমস্যার মধ্যে পড়েন।
পাক বিদ্যুৎ মন্ত্রী ওমর আয়ুব খান তড়িঘড়ি জানান, মন্ত্রকের কর্মীরা দ্রুত পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছেন।রবিবার তিনি জানান, দেশের বেশিরভাগ অংশেই বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে। পুরোপুরি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে।
শনিবার রাত ১১:৪১ মিনিটে দেশের বিভিন্ন অংশে অন্ধকার নেমে আসার মূল কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে সিন্ধু প্রদেশের একটি বিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক গোলযোগকে। সেই কারণে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা যায়। কিন্তু কেন এই আকস্মিক বিপদ দেখা দিল, তা এখনও স্পষ্ট করতে পারেনি প্রশাসন।
আরও পড়ুন: উপকূলে ভেসে এল দেহাংশ, ইন্দোনেশিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা
আরও পড়ুন: তিন মাসেই ৪ থেকে ৯ কোটি সংক্রমণ বিশ্বে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy