সেই ইরান-পাকিস্তান সীমান্ত।- ফাইল চিত্র।
ইরানের সীমান্ত থেকে পাকিস্তানের ভূখণ্ডে গোলাগুলি ছুড়ল জঙ্গিরা। মর্টার থেকে। কোনও হতাহতের খবর অবশ্য মেলেনি।
পাকিস্তান ও ইরানের মধ্যে যে ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে সিস্তান-বালুচিস্তান এলাকায়, ইরানের দিকে তার বেশির ভাগটাতেই বহু দিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে জঙ্গিরা। গোটা সীমান্তটাই উন্মুক্ত থাকায় ইরান থেকে পাকিস্তানে জঙ্গিদের যাওয়া-আসাটা সহজ হয়ে গিয়েছে। তার ওপর নজরদারি বাড়াতে দু’দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদানপ্রদানের জন্য তিন বছর আগে একটি চুক্তি হয়েছিল দু’দেশের মধ্যে। দিনকয়েক আগে ওই এলাকাতেই ইরানের ১০ জন সীমান্তরক্ষী খুন হয়েছিল।
আরও পড়ুন- ‘কুলভূষণ মামলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে পাক সরকার, সেনাবাহিনীও’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy