মহেশ কুমার মালানি। ছবি সৌজন্য- ট্যুইটার
প্রথম হিন্দু হিসেবে নির্বাচনে জিতে পাক পার্লামেন্ট (ন্যাশনাল অ্যাসেম্বলি)-এ গেলেন মহেশকুমার মালানি। পাকিস্তান পিপলস পার্টির হয়ে সিন্ধ প্রদেশের একটি আসনে তিনি এক লক্ষেরও বেশি ভোট পেয়েছেন।
পাকিস্তান জন্ম নেওয়ার পর থেকে সংখ্যালঘুদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার ছিল না। শুধুমাত্র সংরক্ষিত আসনে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মনোনীত প্রার্থী হয়েই তাঁরা সংসদে যেতেন। ২০০২ সালে সংবিধান সংশোধন করে সংখ্যালঘু সম্প্রদায়কে এই অধিকার দেন তৎকালীন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। তার পর গত ১৬ বছরে এই প্রথম পাক পার্লামেন্টে গেলেন কোনও হিন্দু প্রার্থী।
মহেশকুমার মালানি অবশ্য দীর্ঘ দিন ধরেই পাক রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত পাক সংসদে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনে মনোনীত সাংসদ ছিলেন মহেশকুমার মালানি। তারও আগে সিন্ধের প্রাদেশিক সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy