খোশমেজাজে। মেয়ে সাশার সঙ্গে বারাক ওবামা। ছবি: এপি।
শনি-রবি ছুটি। তবু ছোটাছুটি নেই শেষ। তারই মধ্যে কখনও কখনও গল্ফ খেলা। ব্যস! মার্কিন প্রেসিডেন্টের এটুকুই যা অবসর। তবে, রেস্তোরাঁর নরম আলোয়, জাদুঘরের প্রদর্শনীর মধ্যে এ সপ্তাহটা শেষ হল আমেরিকার প্রেসিডেন্ট থুড়ি মালিয়া-সাশার বাবা বারাক ওবামার।
দেশের দায়িত্ব সামলেও ‘বাবা’-র ভূমিকা পালনে সব সময়ই কর্তব্যপরায়ণ ওবামা। কিন্তু তাঁর আশঙ্কা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েদের কাছে বাবা হয়তো ‘বোরিং’ হয়ে যাচ্ছেন। আর কিছু দিন বাদে হয়তো মেয়েরা দশ মিনিটের বেশি কথাই বলবে না বাবার সঙ্গে। এক সাক্ষাৎকারে ওবামা জানান, আগামী বছর মালিয়া পড়াশোনার জন্য বাইরে যেতে পারে। তখনকার কথা ভেবে এখন থেকেই একা লাগছে তাঁর। তাই ব্যস্ততার মধ্যেও সপ্তাহটা শেষ করলেন মেয়েদের সঙ্গে একান্তে। এক্কেবারে অন্য স্বাদে, অন্য মেজাজে।
এয়ার ফোর্স ওয়ান বিমানে চেপে শুক্রবার বাবা আর দুই বন্ধুর সঙ্গে সপ্তাহশেষের ভ্রমণ শুরু করে সাশা। কানাঘুষোয় শোনা গিয়েছে, নিউ ইয়র্কের একটি চ্যানেলে হাত পাকাচ্ছে মালিয়া। প্রথমে কিছু কাজ সেরে নেন ওবামা। তার পরই ভূমিকা পরিবর্তন। প্রেসিডেন্ট থেকে বাবা। মেয়েদের সঙ্গে তিনি সোজা চলে যান একটি ইতালিয় রেস্তোরাঁয়। নরম আলোয়, খাবারের স্বাদ নিতে নিতে আড্ডা গল্পের সঙ্গে কাটে তার পরের কিছুটা সময়। পরবর্তী গন্তব্য ছিল ‘হুইটনি মিউজিয়াম’।
একঘেয়ে রোজনামচা থেকে এ ভাবেই মেয়েদের সঙ্গে অবসর পালন করলেন ওবামা। শনিবারও রয়েছে তাঁর নানা পরিকল্পনা। কিন্তু সেগুলি কী, তা জানায়নি হোয়াইট হাউস। হয়তো সংবাদমাধ্যমের চোখের আড়ালে থাকার জন্যই এতটা গোপনীয়তা মার্কিন প্রেসিডেন্টের। তবে শোনা যাচ্ছে, শনিবার এক জলসায় হয়তো দেখা যেতে পারে সকন্যা ওবামাকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy