Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Narendra Modi

সন্ত্রাসে কারা মদত দেয়, বিশ্ব তাদের চেনে, পাকিস্তানকে নিশানা করে তোপ মোদীর

সন্ত্রাসবাদের বিরুদ্ধে  আমেরিকা যে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা দৃঢ় ভাষায় ঘোষণা করেন ট্রাম্প। চিকিৎসা, শিল্প, তথ্য-প্রযুক্তি, কর্মসংস্থানের ক্ষেত্রে ভারতীয়রা আমেরিকার উন্নয়নে প্রতিনিয়ত সাহায্য করছে— বলেন ট্রাম্প। 

‘হাউডি মোদি’ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই

‘হাউডি মোদি’ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩০
Share: Save:

প্রবল উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হল ‘হাউডি মোদী’ অনুষ্ঠান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্প বললেন, মুসলিম সন্ত্রাসবাদের হাত থেকে মুক্তি পেতে জোরদার লড়াই চালাচ্ছে আমেরিকা। নাম না করেও পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মোদী। বললেন, সন্ত্রাসবাদের মদতদাতা কারা, সারা বিশ্ব সেটা জানে।

হিউস্টনের এনআরজি ফুটবল স্টেডিয়ামে এই সভার আয়োজন করা হয়েছিল। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম প্রবাসী ভারতীয়দের উদ্দেশে সেখানে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে প্রথমে মোদী সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্পকে স্বাগত জানান। তার পর ট্রাম্প বলতে উঠে সুর বেঁধে দেন অনুষ্ঠানের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা যে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা দৃঢ় ভাষায় ঘোষণা করেন ট্রাম্প। চিকিৎসা, শিল্প, তথ্য-প্রযুক্তি, কর্মসংস্থানের ক্ষেত্রে ভারতীয়রা আমেরিকার উন্নয়নে প্রতিনিয়ত সাহায্য করছে— বলেন ট্রাম্প।

অন্য দিকে মোদীও উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্পের। তিনি বলেন, আমেরিকার উন্নয়নে প্রতিনিয়ত এগিয়ে চলেছেন ট্রাম্প। এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। সন্ত্রাসবাদের প্রশ্নে ট্রাম্পকে যে সব সময়ই পাশে পাবেন তিনি, সেই আশা প্রকাশ করেন। পাকিস্তানকে নিশানা করে মোদী বলেন, সন্ত্রাসবাদের মদতদাতা কারা, তা সারা বিশ্ব জানে। সেই সন্ত্রাসের বিরুদ্ধে নির্নায়ক লড়াইয়ের সময় এসেছে বলেও মন্তব্য করেন মোদী। সব শেষে ট্রাম্পকে সপরিবার ভারতে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী মোদী।

লাইভ আপডেট

মোদীর বক্তব্য

• ধন্যবাদ হিউস্টন, ধন্যবাদ আমেরিকা, ঈশ্বর সবার মঙ্গল করুন

• টেক্সাস প্রশাসনকেও ধন্যবাদ জানাই

• এখানে আসার জন্য সবাইকে ফের এক বার স্বাগত জানাচ্ছি

• আপনাকে স্বাগত করার সুযোগ দিন, আমাদের এই বন্ধুত্ব উজ্জ্বল ভবিষ্যতকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে

• মিস্টার প্রেসিডেন্ট, আমি চাই সপরিবার ভারতে আসুন

• এখন সারা বিশ্বের ভারতীয় দূতাবাসগুলি শুধু সরকারি অফিস নয়, সেখানে প্রবাসী ভারতীয়দের সাহায্য করার জন্য তৈরি হয়েছে আলাদা সহায়তা কেন্দ্র

• আমার মতে ট্রাম্প দরদাম করায় খুব পোক্ত, আমি ওঁর কাছ থেকে অনেক কিছু শিখছি

• ট্রাম্পের সঙ্গে আমার কথা হবে, আমি আশা করব, তাতেও ভাল কথাবার্তা হবে

• পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির জন্য ভারতের সফর, এবং ট্রাম্পের সহযোগিতা এই সম্ভাবনায় নয়া উড়ান লাগিয়ে দেবে

• ভারতে যে কর্পোরেট কর কমানো হয়েছে, তাতে শুধু ভারত নয়, সারা বিশ্বের বাণিজ্য মহলে ভাল বার্তা গিয়েছে

• কয়লা খনিতে বিদেশি বিনিয়োগ ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে

• কিছু দিন আগেই ভারতে বিদেশি বিনিয়োগের দরজা খুলে দিয়েছে

• ও যো মুশকিলও কা আম্বার হ্যায়, ওহি তো মেরে হসলো কি মিনার হ্যয়

• দেশের এই ভাবনার উপরেই আমি কিছুদিন আগে একটা কবিতা লিখেছি, তার দু’লাইন শোনাচ্ছি আজ

• বন্ধুরা ভারতে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু বদলাচ্ছে, আর অনেক কিছু করার ইচ্ছা নিয়ে আমরা এগিয়ে চলেছি

• এখানে আমি জোর দিয়ে বলতে চাই, প্রেসিডেন্ট ট্রাম্প পুরো শক্তির সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়াবেন

• বন্ধুরা, এ বার সময় এসেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং সন্ত্রাসে মদতদাতাদের বিরুদ্ধে নির্ণায়ক যুদ্ধ করা যাক

• আমেরিকায় ৯/১১ হোক বা মুম্বইয়ে ২৬/১১ হোক, তার ষড়যন্ত্রকারীদের কোথায় পাওয়া যায়

• তাঁদের শুধু আপনারা নয়, সারা বিশ্ব চেনে

• তাঁরা সেই সব লোক, যাঁরা সন্ত্রাসবাদকে লালন-পালন করেন

• সেই সব মানুষ ভারতের প্রতি হিংসাই নিজেদের রাজনীতির অস্ত্র বানিয়ে দিয়েছে

• ভারত এখানে যা করছে, তাতে কিছু মানুষের এমন সমস্যা হচ্ছে

• উচ্চকক্ষে আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সমর্থনের মাধ্যমে এই বিল পাশ করেছে

• আমাদের সংসদে উচ্চ ও নিম্ন কক্ষে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হয়েছে

• জম্মু-কাশ্মীর এবং লাদাখের মানুষ যে উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, সেটা দূর হয়েছে

• সেটা হল অনুচ্ছেদ ৩৭০

• ৭০ বছর ধরে ভারতের একটা সমস্যা ছিল, সেটাও কিছু দিন আগে বিদায় জানিয়ে দিয়েছে, আপনারা বুঝেছেন তো!

• দুর্নীতিকে বিদায় জানানোর পথে এগোচ্ছি

• আমরা অনেক কিছুকেই বিদায় জানিয়েছি

• এখন এমন সময় এসেছে, ৩১ অগস্টে এক দিনে প্রায় ৫০ লক্ষ লোক নিজেদের আয়কর অনলাইনে জমা দিয়েছে

• একটা সময় ছিল, যখন নতুন সংস্থার রেজিস্ট্রেশন করতে কর ফেরত পাওয়া একটা মাথাব্যথার কারণ ছিল

• আগে পাসপোর্ট করতে দুই থেকে তিন মাস লাগত, এখন এক সপ্তাহের মধ্যে সেটা বাড়িতে চলে আসে

• রাজ্য ও কেন্দ্র সরকার মিলে ভারতে ১০ হাজার পরিষেবা অনলাইনে পাওয়া যায়

• সস্তায় ডেটা ভারতের সরকারি ব্যবস্থা আরও উন্নত করেছে

• এটাও বলতে চাই, সারা বিশ্বে যার মূল্য গড়ে অনেক বেশি

• আজ ভারতে ১ জিবি ডেটার মূল্য মাত্র ২৫ সেন্টের আশেপাশে

• সারা বিশ্বে সবচেয়ে কম দামে ডেটা পাওয়া যায়, সেটা ভারত

• ভারতের গ্রামীণ সড়ক ব্যবস্থা ৫৫ শতাংশ ছিল, আমরা সেটা ৭৫ শতাংশ করেছি

• ৫ বছরে আমরা ১৫ কোটি মানুষকে রান্নার গ্যাসের কানেকশন জুড়েছি

• রান্নার গ্যাস সরবরাহ আগে ৫৫ শতাংশ ছিল, পাঁচ বছরে আমরা সেটাকে ৯৫ শতাংশে পৌঁছে দিয়েছি

• গ্রামীণ শৌচ ব্যবস্থা এখন ৯৯ শতাংশে রয়েছে

• সাত দশকে দেশের গ্রামীণ শৌচালয় ৩৮ শতাংশ পৌঁছেছিল, পাঁচ বছরে আমরা ১১ কোটি শৌচালয় বানিয়েছি

• উই আর এইমিং হাই— উই আর অ্যাচিভিং হায়ার

• গত পাঁচ বছরে ১৩০ কোটি ভারতীয় মিলে সব ক্ষেত্রে এমন উদাহরণ তৈরি করেছে, যা আগে কেউ কল্পনাও করতে পারত না

• আজ ভারত আগের চেয়েও আরও দ্রুতগতিতে এগিয়ে যেতে চায়

• আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দ্বিতীয় কারও সঙ্গে নয়, নিজেদেরকেই আমরা নিজেরা চ্যালেঞ্জ করছি, আমরা নিজেদেরই বদল করছি

• নিউ ইন্ডিয়ার স্বপ্ন পূরণে ভারত আজ দিনরাত পরিশ্রম করছে

• আজ ভারতের সবচেয়ে বড় প্রতিজ্ঞা— নিউ ইন্ডিয়া

• আজ ভারতের সবচেয়ে বড় মন্ত্র— সবকা সাথ, সবকা বিকাশ

• ধৈর্য্য আমাদের ভারতবাসীর পরিচয়, ২১ শতক দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আজ ভারতের সবচেয়ে আলোচনার বিষয় ‘বিকাশ’

• এটা কেন হয়েছে, কীসের জন্য হয়েছে? — মোদীর জন্য নয়, এটা ভারতবাসীর জন্য হয়েছে

• ৬০ বছর পরে এমন হয়েছে, যখন পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা সরকার পাঁচ বছর পূর্ণ করার পর দ্বিতীয়বার আরও বেশি আসন নিয়ে ফিরে এসেছে

• এ বছর সবচেয়ে বেশি মহিলা প্রতিনিধি নির্বাচিতও হয়েছেন

• এ বার সবচেয়ে বেশি মহিলা ভোটার ভোট দিয়েছেন

• এই ভোটে ৬১ কোটি মানুষ অংশগ্রহণ করেছে, যা আমেরিকার মোট জনসংখ্যার প্রায় দ্বিগুন

• কিছুদিন আগেই ভারতে ভোট হয়েছে, যা সারা দেশের নজর কেড়েছে

• বৈচিত্রের মধ্যে ঐক্য— এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের প্রেরণা

• বহু প্রাচীন কাল থেকেই আমাদের দেশ বহু ভাষা, বহু সংস্কৃতি নিয়ে এগিয়ে চলেছে

• প্রেসিডেন্ট ট্রাম্প ও আমেরিকাবাসী বন্ধুরা, আমি এটাই বললাম— ‘সব কিছু ভাল আছে’

• আমার মতে, তার একটাই জবাব, ভারতে সবাই ভাল আছে, (দেশের অনেক ভাষায় বললেন ‘সব ভাল আছে’)

• এই জন্যই আপনারা প্রশ্ন করেছেন ‘হাউডি মোদী’

• আমি ১৩০ কোটি ভারতীয়র আদেশ নিয়ে কাজ করা এক সাধারণ মানুষ

• এই অনুষ্ঠানের নাম ‘হাউডি মোদী’, কিন্তু মোদী একা কেউ নয়

• টেক্সাসের প্রশাসনকেও ধন্যবাদ জানাই, যাঁরা দু’দিন আগেও আচমকা খারাপ আবহাওয়ার মধ্যেও এই আয়োজন সফল ভাবে করেছেন

• যাঁরা আসতে পারেননি, তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী

• আমাকে বলা হয়েছে, এখানে আসার জন্য বহু মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন, কিন্তু জায়গার অভাবে অনেকে আসতে পারেননি

• আমি প্রতিটি ভারতবাসীর পক্ষ থেকে এখানে আগতদের স্বাগত জানাচ্ছি, উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি

• তাঁরা যা বলেছেন, তা আমেরিকা প্রবাসী ভারতীয়দের জন্য সম্মান, এক কোটি ৩০ লক্ষ ভারতীয়দের জন্য গর্বের বিষয়

• প্রেসিডেন্ট ট্রাম্প এবং সরকার ও বিপক্ষ দলের সেনেটরদের এখানে আসা এবং ভারতের পক্ষে কথা বলা কোনও ধন্যবাদই যথেষ্ট নয়

• এনআরজি-র এই এনার্জি, ভারতীয়দের উন্মাদনার সাক্ষী

• এই বিশাল জনসমাবেশ শুধুমাত্র গাণিতিক পরিসংখ্যানে সীমাবদ্ধ নেই, এক নতুন ইতিহাস, এক নয়া রসায়ন তৈরি হয়েছে

• আর যখন টেক্সাসের কথা আসে, তখনই সেটা বিশাল, সুবিশাল হয়ে ওঠে, এটাই টেক্সাসের বৈশিষ্ট্য

• এটা এমন একটা পরিবেশ, যা অকল্পনীয়

• ধন্যবাদ, ধন্যবাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যা বললেন ট্রাম্প

• এ বার আমি মোদীকে ডেকে নেব, তিনি তাঁর জ্ঞানভাণ্ডার দিয়ে সমৃদ্ধ করবেন

• সবাইকে ধন্যবাদ, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ঈশ্বর ভারতের মঙ্গল করুন, ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন

• আমাদের স্বপ্ন সফল করতে, ভবিষ্যৎ উজ্জ্বল করতে সব সময় কাজ করে যাব

• আমরা দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে সব সময় কাজ করব

• আমরা সমস্ত আইনি উদ্বাস্তুদের জন্য সব রকম চেষ্টা করব যাতে তাঁরা ভাল শিক্ষা, ভাল চিকিৎসা ব্যবস্থার সুযোগ পায়

• কিন্তু যাঁরা বেআইনি ভাবে আমাদের দেশে প্রবেশ করেছে, তাঁদের জন্য আমরা

• আইনি উদ্বাস্তুদের আমরা সব রকম সাহায্য করব

• দক্ষিণ সীমান্তে আমরা অভূতপূর্ব ব্যবস্থা নিতে চলেছি অনুপ্রবেশ ঠেকাতে

• সীমান্ত সুরক্ষা আমেরিকার কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ভারতের কাছেও

• মুসলিম সন্ত্রাসবাদ থেকে মুক্তি পেতে জোরদার লড়াই জারি রয়েছে

• ‘টাইগার ট্রায়াম্প’ নামে যৌথ প্রতিরক্ষা প্রদর্শনী হতে চলেছে

• আমরা শীঘ্রই বড়সড় চুক্তি করতে চলেছি ভারতের সঙ্গে

• ইন্দো-মার্কিন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে

• ভারতে কাঁচা তেল রফতানি ৪০০ শতাংশ বেড়েছে, গ্যাস রফতানিও রেকর্ড হারে বেড়েছে

• টেক্সাসেই রয়েছে সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের সম্ভার

• তাতে টেক্সাসে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে

• দুটো জাপানি সংস্থা তিন-চার দিন আগেই টেক্সাসে বিনিয়োগের কথা জানিয়েছে

• কারণ, তারা জানে আমাদের অর্থনীতি শক্তিশালী এবং আমাদের সবচেয়ে ভাল ও দক্ষ কর্মী আছে

• ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে কিছুদিন আগেই জানিয়েছে ভারতীয় সংস্থা জেএসডব্লিউ স্টিল

• নতুন নতুন ব্যবসা শুরু করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে

• তাঁরা চিকিৎসা ক্ষেত্রে নতুন নতুন আবিষ্কার করে মার্কিনদের সাহায্য করছে

• প্রতি মুহূর্তে ইন্দো-আমেরিকানরা আমাদের দেশের উন্নতিতে সাহায্য করছে

• সেটা আরও ভয়াবহ আকারে যেতে পারে

• আমেরিকায় বেকারত্বের সমস্যা ৫১ বছরের তুলনায় সবচেয়ে বেশি হয়েছে

• শুধুমাত্র টেক্সাসেই ৭৫ হাজার চাকরির ব্যবস্থা হয়েছে

• আমার সময়ে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিল

• আমেরিকায় আমাদের দেশের যাঁরা এখানে আছেন, তাঁদের সবাইকে অভিনন্দন

• মোদীর প্রচেষ্টাতেই ভারতে ৩০ কোটি মানুষ দারিদ্র থেকে উন্নীত হয়েছে

• মোদীর নেতৃত্বে ভারতীয়রা এগিয়ে চলেছে

• ইন্দো-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক আগে কখনও এত শক্তিশালী হয়নি

• আমাদের প্রশাসন প্রতিদিন আপনাদের জন্য কাজ করছে

• আমাদের দেশে ৪০ লক্ষ ভারতীয় রয়েছে, তাঁদের আলাদা করে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই

• যখনই দেশে কোনও সঙ্কট তৈরি হয়েছে, হিউস্টন দৃঢ়ভাবে পাশে দাঁড়িয়েছে

• আমরা দু’জন মিলে কঠিন পরিশ্রম করছি একসঙ্গে কাজ করার জন্য

• আমরা সব সময়, সব কিছুতে আপনার সঙ্গে থাকব

• কিছুদিন আগেই মোদীর জন্মদিন গিয়েছে, তার জন্য তাঁকে শুভেচ্ছা

• ভোট দিয়ে মোদীকে দ্বিতীয় বার প্রধানমন্ত্রী বানিয়েছেন, তার জন্য মোদীকে অভিনন্দন

• কিছুদিন আগেই ভারতের ৬০ কোটি মানুষ ভোটে অংশগ্রহণ করেছে

• ৫০ হাজার ইন্দো-আমেরিকানকে অসংখ্য ধন্যবাদ

• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব ভাল কাজ করছেন ভারতীয়দের জন্য

• হ্যালো হিউস্টন, আমি এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত

মোদীর বক্তব্য

• আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আমার বন্ধু, ভারতের বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে

• আমাদের দেশ ভারতে এখন রবিবার অনেক রাত হলেও কোটি কোটি মানুষ টিভির সামনে

• আজ আমাদের মধ্যে বিশেষ এক অতিথি রয়েছেন। আলাদা করে তাঁর পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তাঁকে ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে কোনও কথাই হয় না। হোয়াইট হাউসে পা রাখার ঢেক আগে থেকেই সকলের কাছে পরিচিত উনি। যখনই দেখা হয়েছে, আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন উনি। উনি আর কেই নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

• প্রথমে বক্তৃতা শুরু করলেন নরেন্দ্র মোদী।

• স্টেডিয়ামে পৌঁছলেন ডোনাল্ড ট্রাম্প।

• স্টেডিয়ামে পৌঁছলেন নরেন্দ্র মোদী।

অন্য বিষয়গুলি:

Narendra Modi Houston Donald Trump US
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy