Mysterious ancient city found in middle of Pacific ocean dgtl
Pacific Ocean
মাঝ সমুদ্রে নির্জন দ্বীপে রহস্যময় প্রাচীন শহর
মাঝ সমুদ্রে এমন নির্জন দ্বীপ আমরা বেশ কিছু হলিউড ছবিতে দেখেছি। এ বার বাস্তবেও সন্ধান মিলল এমন একটি দ্বীপের। জেনে নেওয়া যাক রহস্যময় এই দ্বীপ সম্পর্কে কয়েকটি জরুরি তথ্য।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৭ ০৯:৫৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
মাঝ সমুদ্রে এমন নির্জন দ্বীপ আমরা বেশ কিছু হলিউড ছবিতে দেখেছি। এ বার বাস্তবেও সন্ধান মিলল এমন একটি দ্বীপের। জেনে নেওয়া যাক রহস্যময় এই দ্বীপ সম্পর্কে কয়েকটি জরুরি তথ্য।
০২০৬
দ্বীপের নাম নান মাদোল। প্রশান্ত মহাসাগরের বুকে মাইক্রোনেশিয়ার পনফেই দ্বীপের পাশে ছোট এই দ্বীপ। পনফেই-এর বাসিন্দাদের কাছে এটি ‘ভূতুড়ে দ্বীপ’ হিসেবে পরিচিত।
রহস্যময় এই দ্বীপ অস্ট্রেলিয়া থেকে ১৬০০ মাইল দূরে ও লস অ্যাঞ্জেলস থেকে ২৫০০ মাইল দূরে অবস্থিত।
০৫০৬
এই দ্বীপে ৯৭টি আলাদা আলাদা ব্লক রয়েছে, যার দেওয়াল ২৫ফুট লম্বা আর ১৭ ফুট চওড়া। কিন্তু মাঝ সমুদ্রে এমন একটি দ্বীপে কারা এই শহর তৈরি করলেন, সেটা আজও অজানা।
০৬০৬
প্রত্নতাত্মিকদের মতে, ১১৮০ সাল নাগাদ নান মাদোল-এ পাথর এবং প্রবাল দিয়ে এই শহর তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল।