Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
boss sacks employee

সকালের বৈঠকে গরহাজির কর্মীরা, রেগে গিয়ে একসঙ্গে ৯৯ জনকে বরখাস্ত করলেন সিইও

সকালের বৈঠকে অনুপস্থিত থাকা কর্মীদের উদ্দেশে কটূ বার্তা দিয়ে গণ ছাঁটাইয়ের নোটিস ধরিয়েছেন ওই ম্যানেজার।

Boss sacks 99 employees after they failed to attend morning meeting

ছবি: প্রতীকী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৬:৩৯
Share: Save:

এক আধ জন নয়, একসঙ্গে ৯৯ জন কর্মীকে বরখাস্ত করলেন ক্ষুব্ধ ম্যানেজার। সকালের বৈঠকে যোগ না দিতে পারায় ‘শাস্তি’ নেমে এল সংস্থার কর্মীদের উপর।

ঘটনাটি আমেরিকার। একটি সংস্থার সিইও নিজের গোটা ‘টিম’কেই ছাঁটাই করেছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। সকালের বৈঠকে অনুপস্থিত থাকা কর্মীদের উদ্দেশে কটূ বার্তা দিয়ে গণ ছাঁটাইয়ের নোটিস ধরিয়েছেন ওই ম্যানেজার। ছাঁটাইয়ের চিঠিতে কর্মীদের কড়া ও সোজাসাপটা ভাষায় লিখে ওই সিইও জানিয়ে দেন, ‘‘আপনাদের মধ্যে যাঁরা আজ সকালের বৈঠকে উপস্থিত হননি, তাঁদের জন্য এই চিঠি। সকলকে বরখাস্ত করা হয়েছে।”

গণহারে বরখাস্ত করার এই বার্তাটি একটি গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়। বরখাস্ত করার কারণ সেখানে আরও বিশদে লেখা হয়েছিল। সিইও লেখেন, ‘‘আপনারা সংস্থার যোগ দেওয়ার সময় যা করতে রাজি হয়েছিলেন তা করতে ব্যর্থ হয়েছেন। চুক্তি অনুযায়ী নিজের কাজ করতে সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন আপনারা। যে বৈঠকে যোগ দেওয়ার এবং কাজ করার কথা ছিল সেগুলিতে আপনারা উপস্থিত হতে পারেননি।’’

সংস্থার সঙ্গে কর্মীদের সমস্ত চুক্তি বাতিল করার কথা ঘোষণা করেছেন তিনি। সংস্থার যা কিছু কর্মীদের কাছে রয়েছে তা অবিলম্বে ফেরত দিতে নির্দেশ দিয়েছেন সিইও। কর্মীদের সংস্থার সমস্ত অ্যাকাউন্ট থেকে সাইন আউট করার নির্দেশ দিয়েছিলেন তিনি।

অন্য বিষয়গুলি:

Fire employee CEO america Meeting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy