Mukesh Ambani becomes 9th richest on earth according to Forbes dgtl
Forbes Magazine
ছ’মাসে এগোলেন চার ধাপ, ল্যারি পেজদের টপকে বিশ্বের নবম ধনী এখন মুকেশ অম্বানী
মোট ৬০.৫ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৪,৩৪,১৭,৮২,৫০০ টাকার সম্পত্তির মালিক রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী এখন বিশ্বের নবম বিত্তবান।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ ১৬:৩৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
ফোর্বস পত্রিকার বিচারে বিশ্বে ধনকুবেরদের তালিকায় আরও এগোলেন মুকেশ অম্বানী। এ বার তিনি পিছনে ফেললেন গুগল-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিনকে
০২১২
মোট ৬০.৫ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৪,৩৪,১৭,৮২,৫০০ টাকার সম্পত্তির মালিক রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী এখন বিশ্বের নবম বিত্তবান।
০৩১২
ফোর্বস তালিকায় দশম ও একাদশ স্থানে আছেন যথাক্রমে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৫ হাজার ৯৬০ কোটি ডলার এবং ৫ হাজার ৭৫০ কোটি ডলার।
০৪১২
ফোর্বসের তালিকার অষ্টম স্থানে আছেন গ্রুপো কার্সোর মালিক শিল্পপতি কার্লোস স্লিম হেলু এবং তাঁর পরিবার।
০৫১২
সপ্তম ধনকুবের এখন ইন্ডিটেক্স ফ্যাশন গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যামান্সিও ওর্তেগা।
০৬১২
ওরাক্যল কর্পোরেশনের মালিক ল্যারি এলিসন আছেন এই তালিকার ছ’নম্বরে।
০৭১২
ফেসবুক মালিক মার্ক জুকেরবার্গ হলেন ফোর্বস পত্রিকার বিচারে বিশ্বের পঞ্চম ধনকুবের।
০৮১২
তালিকার চতুর্থ ধনকুবের বার্কশায়ার হ্যাথওয়ের প্রতিষ্ঠাতা কর্ণধার ওয়ারেন বাফে।
০৯১২
মাইক্রোসফ্টের সহপ্রতিষ্ঠাতা এবং অতীতের ধনীতম শিল্পপতি বিল গেটস এখন বিশ্বের তৃতীয় ধনকুবের।
১০১২
ফ্যাশন সংস্থা লুই ভিতোঁ-র কর্ণধার বার্নার্ড অ্যারনল্ট পেয়েছেন দ্বিতীয় স্থান।
১১১২
সবাইকে টেক্কা দিয়ে ফোর্বস পত্রিকার তালিকার শীর্ষে এখন অ্যামাজন ডট কম-এর কর্ণধার জেফ বেজোস।
১২১২
এ বছর মার্চে ফোর্বস-এর আরও একটি তালিকা প্রকাশ করেছিল। সেখানে মুকেশ অম্বানী ছিলেন ত্রয়োদশ স্থানে। সেখান থেকে আরও চার ধাপ এগোলেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)