
গত ২ এপ্রিল পারস্পরিক শুল্কনীতি চালু করেন ট্রাম্প। তার কয়েক দিন আগে ‘গুগ্ল কর’ প্রত্যাহারের কথা জানিয়ে দেয় কেন্দ্র। বিদেশি প্রযুক্তি সংস্থাগুলির ডিজিটাল বিজ্ঞাপন পরিষেবার উপর সংশ্লিষ্ট করটি আদায় করত সরকার। এটি মকুব করায় গুগ্ল ও মেটার মতো বহুজাতিক টেক জায়ান্ট সংস্থাগুলি ভারতের বাজারে যে বেশি লাভ করবে, তাতে কোনও সন্দেহ নেই।