প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ছুটছেন যাত্রীরা। ছবি: টুইটার
প্রকাশ্যে এল ব্রুকলিন সাবওয়ে স্টেশনে এক আততায়ীর এলোপাথাড়ি গুলি চালানোর সময়ের ভিডিয়ো। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ধোঁয়ায় সাবওয়ে স্টেশন ঢেকে গিয়েছে। তার মধ্যেই প্রাণ বাঁচাতে ছুটছেন মেট্রো থেকে বেরনো যাত্রীরা।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয় সন্দেহভাজন দুষ্কৃতী গুলি চালানোর আগে যাত্রীদের বিভ্রান্ত করার জন্য একটি ধোঁয়ার বোমা ছুড়ে মারে। তার ফলে ধোঁয়া ছড়িয়ে পড়ে মেট্রোর বাইরে এবং ভিতরে।
এই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, আতঙ্কিত যাত্রীরা হুড়মুড়িয়ে বার হয়ে মেট্রোর কামরা খালি করছেন। কামরা থেকে বেরিয়ে যাত্রীদের কয়েক জনকে প্ল্যাটফর্মের মেঝেতে পড়ে থাকতেও দেখা যায়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে যে, ঘটনাস্থল থেকে তারা বেশ কিছু না ফাটা বোমা উদ্ধার করেছে।
Brooklyn #Subway Shooting. pic.twitter.com/XeH0DrdD9s
— Isaac Abraham (@IsaacAb13111035) April 12, 2022
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে আচমকা শোনা যায় বিকট শব্দ। ব্রুকলিনের সানসেট পার্কের অনতিদূরের স্টেশনে যাত্রীদের উপর এলোপাথাড়ি গুলি চালায় আততায়ী। শোনা যায় আমজনতার আর্ত চিৎকারও। এই আততায়ী হামলায় অন্তত ১৭ জন সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে পুরো বিষয়টি বিস্তারিত ভাবে জানানো হয়েছে এবং তিনি নিউইয়র্কের প্রশাসনিক কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy