Migingo: The most crowded island on the planet dgtl
Migingo
এমন দ্বীপটি আর কোথাও খুঁজে পাবেন না
জলের মাঝে ভাসমান একটি ছোট্ট দ্বীপ। আয়তনে একটা প্রমাণ মাপের ফুটবল মাঠের চেয়েও ছোট। অথচ এখানেই বসবাস করেন হাজার খানেক মানুষ। আসুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে জনবহুল দ্বীপ মিগিঙ্গো সম্পর্কে কিছু তথ্য।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৭ ১৪:২১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
আয়তনে একটা প্রমাণ মাপের ফুটবল মাঠের চেয়েও ছোট। অথচ এখানেই বসবাস করেন হাজার খানেক মত্স্যজীবী। আসুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে জনবহুল দ্বীপ মিগিঙ্গো সম্পর্কে কিছু জরুরি তথ্য।
০২০৬
কেনিয়া এবং উগান্ডার মাঝামাঝি অবস্থিত জনবহুল এই মিগিঙ্গো দ্বীপ।
০৩০৬
প্রায় দু’ দশক আগে মিগিঙ্গো দ্বীপে বসবাস শুরু করেন একদল মত্স্যজীবী।
০৪০৬
আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদের মাঝে ভাসমান এই কেনীয় দ্বীপের মোট আয়তন ২ হাজার বর্গমিটার।
০৫০৬
এই দ্বীপের বাসিন্দারা মূলত মত্স্যজীবী। মিগিঙ্গোয় বসবাস করেন হাজার খানেক মত্স্যজীবী।
০৬০৬
ছোট্ট এই দ্বীপে কী নেই! দু’টি থানা, একটি গির্জা, একটি মসজিদ, একটি ক্যাসিনো, একটি হোটেল, ডজন খানেক রেস্তোরাঁ— আরও কত কী!