Meet Paresh Pahuja, who played the role of Mahi in ‘Bandish Bandits 2’ dgtl
Bollywood Actor
ক্রিকেটার হতে পারেননি, অর্থাভাবে উচ্চশিক্ষাও হয়নি, বলিউডে জমি তৈরি করছেন তারকার সমনামী
একাধিক জনপ্রিয় সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গিয়েছে পরেশকে। শুধু অভিনয় নয়, বহু বিজ্ঞাপনে কণ্ঠশিল্পী হিসাবেও কাজ করেছেন তিনি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১০:১৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
স্বপ্ন ছিল ২২ গজে নিজের পরিচিতি তৈরি করার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। তার পর সঙ্গীত নিয়ে কেরিয়ার গড়তে চেয়েছিলেন। সেই পথেও অনেক বাধা পেরিয়েছেন। গায়ক হওয়ার পাশাপাশি সলমন খান এবং দিলজিৎ দোশাঞ্জের মতো তারকাদের সঙ্গে অভিনয়ও করেছেন। সম্প্রতি ‘বন্দিশ ব্যান্ডিটস’ নামের ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়নে মাহির চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পরেশ পাহুজা। তাঁর এক সমনামী তারকা অভিনেতা পরেশ রাওয়াল বলিউডের খ্যাতনামী অভিনেতা।
০২১৬
১৯৯১ সালের এপ্রিল মাসে গুজরাতের অহমদাবাদে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম পরেশের। শৈশবে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন ঝাপসা হয়ে যায়।
০৩১৬
আমদাবাদ থেকে স্কুলের পড়াশোনা শেষ করে ২০১২ সালে মুম্বই চলে যান পরেশ। বাণিজ্য নিয়ে স্নাতক হওয়ার পর মার্কেটিং কমিউনিকেশন নিয়ে পড়ার জন্য মুম্বইয়ের অন্য এক কলেজে ভর্তি হন তিনি।
০৪১৬
পড়াশোনা শেষ করে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা এবং প্রযোজনা সংস্থার দফতরে অ্যাকাউন্ট্যান্ট হিসাবে চাকরি করতে শুরু করেন পরেশ। গানের প্রতি আগ্রহ ছিল তাঁর। তাই গানের বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য অডিশন দিতেন তিনি।
০৫১৬
বহু জায়গায় অডিশন দিয়েও কোনও লাভ হয়নি পরেশের। সব জায়গা থেকেই খালি হাতে ফিরতে হয় তাঁকে। চাকরি করে মনের আশ মিটছিল না তাঁর। তাই উচ্চশিক্ষার জন্য আমেরিকায় এমবিএ করার সিদ্ধান্ত নেন তিনি।
০৬১৬
কিন্তু বিদেশে উচ্চশিক্ষার জন্য যথার্থ পরিমাণ টাকা ছিল না পরেশের কাছে। এমনকি শিক্ষাঋণ নেওয়ার সামর্থ্যও ছিল না তাঁর। তাই উচ্চশিক্ষার স্বপ্নও ত্যাগ করতে হয় তাঁকে।
০৭১৬
মডেলিং এবং অভিনয় নিয়ে কেরিয়ার গড়বেন বলে চাকরি ছেড়ে দেন পরেশ। ২০১৫ সালে চাকরি ছেড়ে মডেলিঙের দুনিয়ায় পা রাখেন তিনি।
০৮১৬
একাধিক জনপ্রিয় সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা যায় পরেশকে। শুধু অভিনয়ই নয়, বহু বিজ্ঞাপনে কণ্ঠশিল্পী হিসাবেও কাজ করেছেন তিনি।
০৯১৬
বিজ্ঞাপন জগতের সঙ্গে দু’বছর ষুক্ত থাকার পর বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান পরেশ। ২০১৭ সালে সলমন খানের ‘টাইগার জ়িন্দা হ্যায়’ ছবিতে স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
১০১৬
কানাঘুষো শোনা যায়, যশরাজ ফিল্মস প্রযোজনা সংস্থার ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিল পরেশের। কিন্তু পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি।
১১১৬
সলমনের ছবির মাধ্যমে বলিপাড়ায় হাতেখড়ি হওয়ার পর অভিনয় থেমে থাকেনি পরেশের। ‘বীরে দি ওয়েডিং’, ‘ডক্টর জি’, ‘অপারেশন ভ্যালেন্টাইন’ এবং দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘যোগী’র মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে পরেশকে।
১২১৬
শুধু বড় পর্দায় নয়, পরেশ অভিনয় করেছেন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া নানা ছবি এবং ওয়েব সিরিজ়েও। ‘তাণ্ডব’-এর মতো সিরিজ়ের পাশাপাশি পরেশ কাজ করেছেন ‘কড়ক সিংহ’-এর মতো ছবিতে।
১৩১৬
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘বন্দিশ ব্যান্ডিটস’ ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন। সেই সিজ়নে মুখ্যচরিত্রে অভিনয় না-করলেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যায় পরেশকে। পর্দায় বেশ অনেকটা সময় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনয় দক্ষতার জন্য বহুল প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
১৪১৬
শুধু অভিনয় নয়, সঙ্গীতেও পারদর্শী পরেশ। ইউটিউবে নিজের একটি চ্যানেল খুলে সেখানে গানের ভিডিয়ো পোস্ট করেন তিনি। দেশের নানা প্রান্তে গানের অনুষ্ঠানেও দেখা যায় তাঁকে।
১৫১৬
বলিপাড়ার কোনও অভিনেত্রীর সঙ্গে নাম না-জড়ালেও পরেশ যে সম্পর্কে জড়িয়েছেন সে কথা এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন নিজেই। কোভিড অতিমারি চলাকালীন তিনি জানিয়েছিলেন, তিনি এক জনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু তিনি সেই সময় অন্য দেশে ছিলেন। সেই সম্পর্ক এত দিন টিকে রয়েছে কি না তা অবশ্য জানা যায়নি।
১৬১৬
গায়ক-অভিনেতা পরেশের অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা আড়াই লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।