রাজপরিবারের বধূ হতে যাচ্ছেন তিনি শনিবারই। মেগান মার্কেলের পারিবারিক ইতিহাস কিন্তু বলছে, বাকিংহামের সঙ্গে তাঁর যোগ আগে থেকেই আছে।
ষোড়শ শতকের পরাক্রমী টিউডর রাজা অষ্টম হেনরির তৃতীয় স্ত্রী ছিলেন জেন সিমোর। মেগানের বারো পুরুষ আগের প্রপিতামহী ইসাবেল হিলডায়ার্ড ছিলেন সেই জেন-এর
ঘনিষ্ঠ আত্মীয়। শুধু তা-ই নয়, উইনসর কাসল-এর যে সেন্ট জর্জ চ্যাপেলে জেন সমাহিত হন, সেখানেই বিয়ে হচ্ছে মেগানের।
জেন সিমোর আর অষ্টম হেনরির কাহিনিও চমকপ্রদ। হেনরির প্রথম স্ত্রী ক্যাথরিনের কন্যাসন্তান হয়েছিল, যিনি পরে রানি মেরি। কিন্তু হেনরি প্রেমে পড়েন অ্যান বোলিন নামে এক মহিলার। পোপ বিবাহবিচ্ছেদ অনুমোদন করলেন না। ফলে অ্যানকে বিয়ে করতে মরিয়া হেনরি এবং তাঁর সঙ্গে গোটা ইংল্যান্ড প্রোটেস্টান্ট হয়ে গেল। এত করেও বিয়ে সুখের হয়নি। হেনরি পুত্রসন্তানের জন্য খেপে উঠলেন। অ্যানের এক মেয়ে হল। এক বার গর্ভপাত হল, এক মৃত শিশু জন্মাল। ইতিমধ্যে হেনরি জেন-এর প্রেমে পড়েন এবং অশান্তি-অবিশ্বাসের বাতাবরণে অ্যানের গর্দান নেওয়া হয়। হেনরির তৃতীয় স্ত্রী হয়ে আসেন জেন (১৫৩৬-৩৭)। জেন-এর ছেলে হয়েছিল, পরে রাজা ষষ্ঠ এডওয়ার্ড। তার জন্ম দিয়েই মারা যান জেন। অ্যানের একমাত্র মেয়েটি বেঁচে ছিল, ভবিষ্যতের রানি এলিজাবেথ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy