শুধু মাত্র মানুষের জীবনের ক্ষেত্রেই নয়, করোনা মারণ হয়ে উঠেছে অর্থনীতির ক্ষেত্রেও। ধাপে ধাপে সেখানেও ছড়িয়েছে সংক্রমণ। গোটা দুনিয়া জুড়েই কার্যত থমকে গিয়েছে অর্থনীতির চাকা। নতুন কর্মসংস্থান দূর অস্ত্, উল্টে কাজ হারাচ্ছেন বহু মানুষ। শুধু শরীরে নয়, করোনা হামলা চালিয়েছে মানুষের পকেটেও। তাই দুনিয়া জুড়েই উঠছে ত্রাহি ত্রাহি রব। এমন সাঁড়াশি চাপ থেকে রেহাই পেতে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে একাধিক দেশ। সেই তালিকায় রয়েছে ভারতও। মঙ্গলবার বড়সড় আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট (জিডিপি)-এর একটা বড় অংশ খরচ করা হচ্ছে ওই খাতে। কোন দেশ কত টাকা ঘোষণা করল, দেখে নেওয়া যাক এক নজরে।
এশিয়া, ইউরোপের গণ্ডি ছাড়িয়ে বহু দিন ধরেই করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে আমেরিকা। সেখানে সাড়ে ১৩ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যেই সংক্রমণের শিকার হয়েছেন। রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৮২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়। সে দেশের শ্রম দফতরের হিসাব অনুযায়ী, গত এপ্রিলেই কাজ হারিয়েছেন ২ কোটি ৫ লক্ষ মানুষ। পরিস্থিতি সামাল দিতে এই সময়ে জিডিপির ১৩ শতাংশ আর্থিক প্যাকেজ হিসাবে ঘোষণা করেছে ট্রাম্প সরকার, যার পরিমাণ প্রায় ২ লক্ষ ৬৫ হাজার কোটি ডলার।