Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Lightning

Lightning: চলন্ত গাড়িতে বাজ পড়তেই ঝলসে গেল! ভয়াবহ দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়

ই ঘটনায় ওই গাড়ির আরোহীরা বরাতজোরে বাঁচলেও গাড়ির পিছনের অংশ বাজের আগুনে পুড়ে যায়। ঘটনাটি আমেরিকার ফ্লোরিডার।

বাজ পড়ার সেই দৃশ্য। ছবি সৌজন্য ইউটিউব।

বাজ পড়ার সেই দৃশ্য। ছবি সৌজন্য ইউটিউব।

সংবাদ সংস্থা
ফ্লোরিডা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১৭:০৪
Share: Save:

বরাতজোরে বাঁচল এক পরিবার। তিন সন্তানকে নিয়ে এক ব্যক্তি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি চলছিল। আর মাঝেমধ্যেই বজ্রবিদ্যুতের কড়কড়ানি শুনতে পাওয়া যাচ্ছিল।

ওই ব্যক্তিকে পিছু পিছু অনুসরণ করছিলেন তাঁর স্ত্রী। তিনিও গাড়ি চালাচ্ছিলেন। স্বামীর গাড়ি থেকে কয়েক ফুট তফাতে ছিল মহিলার গাড়ি। হঠাৎই জোরে মেঘের গর্জন শোনা যায়। তার পরই একটা জোরালো আলোর ঝলকানি। গোটা দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন মহিলা।

এর পরই মহিলা দেখেন যে আলোর ঝলকানি তিনি দেখেছিলেন সেটি বজ্রবিদ্যুৎ ছিল। আর সেই বাজ পড়েছে তাঁরই স্বামীর গাড়িতে। এই ঘটনায় ওই গাড়ির আরোহীরা বরাতজোরে বাঁচলেও গাড়ির পিছনের অংশ বাজের আগুনে পুড়ে যায়। ঘটনাটি আমেরিকার ফ্লোরিডার।

জানা গিয়েছে, মহিলার নাম মিশেল মে ওয়ালহেম। ফক্স ১৩ নিউজ-কে তিনি বলেন, “আমরা রাস্তায় বেরোতেই ঝড় ওঠে। বিদ্যুৎও চমকাচ্ছিল। সেই বিদ্যুতের ছবি তোলার চেষ্টা করছিলাম। তখনই আমার স্বামীর গাড়ির উপর বাজ পড়ে।”

অন্য বিষয়গুলি:

Lightning Florida
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE