Advertisement
২৯ জানুয়ারি ২০২৫
Viral Video

বিমানের উপর বজ্রপাত! ঝড়ের মধ্যে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিপদ, ভিডিয়ো ভাইরাল

বৃষ্টিবাদলের মধ্যে মেঘের গর্জন, ঘন ঘন বজ্রপাত। হঠাৎ বিমানের উপর একটি বাজ পড়তে দেখা যায়। সেই দৃশ্যই ক্যামেরায় হয়ে ধরা পড়ে।

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:০০
Share: Save:

ঝড়বৃষ্টির মধ্যে বিমানবন্দর থেকে রওনা দিতে পারছে না বিমান। যাত্রীরাও বিমানবন্দরে আটকে পড়েছেন। শহরের বেশ কিছু এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের কারণে বিদ্যুৎ সরবরাহও বন্ধ শহর জুড়ে। সেই সময় বিমানবন্দরের এক ভয়াবহ দৃশ্য ক্যামেরায় বন্দি করলেন এক প্রত্যক্ষদর্শী। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

ঘটনাটি ব্রাজিলের সাও পলো গুয়ারুলহস আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে। শুক্রবার সেখানে প্রবল ঝড়বৃষ্টি হয়েছিল। সেই সময় বিমানবন্দরে দাঁড়িয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজ় বিমান সংস্থার এ৩৫০-১০৪১ বিমানটি। বৃষ্টিবাদলের মধ্যে মেঘের গর্জন, ঘন ঘন বজ্রপাত। হঠাৎ বিমানের উপর একটি বাজ পড়তে দেখা যায়। সেই দৃশ্যই ক্যামেরায় হয়ে ধরা পড়ে। ‘ব্রেকিং অ্যাভিয়েশন নিউজ় অ্যান্ড ভিডিয়োজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়।

ভিডিয়োয় দেখা যায় যে, বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানের উপর বাজ পড়ছে এবং সেই আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। জানা যায়, সেই সময় বিমানের ভিতর কোনও বিমানকর্মী অথবা যাত্রী ছিলেন না। বিমান সম্পূর্ণ ফাঁকা ছিল। বিমানের উপর বজ্রপাতের ফলে বিমানের কোনও যন্ত্রের ক্ষতিও হয়নি।

ঘটনার পর বিমানকর্মীরা সমস্ত যন্ত্রপাতি খতিয়ে দেখেন। পরীক্ষা করার পর নির্দিষ্ট সময়ের চেয়ে ছ’ঘণ্টা দেরি করে সেই বিমান গন্তব্যে ওড়ার জন্য প্রস্তুতি নেয়। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ঘটনাটি খুব বিপজ্জনক।’’ আবার এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে ভয়ে শিহরিত হয়ে উঠলাম।’’

অন্য বিষয়গুলি:

Viral Video Brazil airport British Airways flight Lightning
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy