জেমস ম্যাটিস। ছবি: এপি।
উত্তর কোরিয়ার আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলির (আইসিবিএম) আমেরিকায় পৌঁছনোর ক্ষমতা রয়েছে বলে মনে করেন না মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস। পেন্টাগনে তিনি বলেছেন, নভেম্বরে ওরা যে আইসিবিএম পরীক্ষা করেছিল, তা থেকে এখনও আমেরিকার ভয় পাওয়ার মতো কোনও কারণ ঘটেনি। তবে তাঁরা ফরেন্সিক বিশ্লেষণ চালিয়ে যাচ্ছেন। তার পরেই গোটা চিত্র পরিষ্কার হবে।
এর মধ্যে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার দূত জা সং নাম-কে রীতিমতো হুঁশিয়ারি দেন মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসন। গত মঙ্গলবার টিলারসন জানিয়েছিলেন, তাঁরা উত্তর কোরিয়ার সঙ্গে কথায় আগ্রহী। কিন্তু জা আলোচনার সম্ভাবনার কথা উল্লেখই করেননি। উল্টে তিনি জানান, মার্কিন পরমাণু হুমকির মুখে তাদের আত্মরক্ষার জন্য তৈরি থাকতেই হচ্ছে। নিরাপত্তা পরিষদের বৈঠকও তাঁর মতে আমেরিকার ষড়যন্ত্রেই হচ্ছে। দক্ষিণ কোরিয়ার উপ বিদেশমন্ত্রী চো হুয়ান ওই বৈঠকে জানান, পিয়ংইয়ং পরমাণু অস্ত্র প্রসারের চূড়ান্ত পর্যায়ে। তাই উত্তর কোরিয়ার বিরুদ্ধে আটঘাট বেঁধে তৈরি হচ্ছে জাপান। পরবর্তী বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ৪৬০০ কোটি ডলার করছে তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy