Advertisement
০৪ নভেম্বর ২০২৪

জাতিবিদ্বেষ বিরোধিতায় ট্রাম্প-তনয়া

শ্বেতাঙ্গবাদ অথবা জাতিবিদ্বেষের বিরুদ্ধে ইভাঙ্কা এ ভাবে মুখ খোলায় বেশ বিস্মিতই রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। 

ইভাঙ্কা ট্রাম্প।এএফপি।

ইভাঙ্কা ট্রাম্প।এএফপি।

ওয়াশিংটন
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ০৩:১৯
Share: Save:

জাতিবিদ্বেষের বিরোধিতা করে মুখ খুললেন ইভাঙ্কা ট্রাম্প। গত বছর ঠিক এই সময়ে আমেরিকার ভার্জিনিয়ার শার্লটসভিল জাতিবিদ্বেষী দাঙ্গায় উত্তাল হয়ে উঠেছিল। সেই ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে একটি টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট-কন্যা ইভাঙ্কা। লিখেছেন, ‘‘এক বছর আগে শার্লটসভিলে ঘৃণা, জাতি-বিদ্বেষ আর হিংসার বীভৎস রূপ দেখেছি আমরা। কিন্তু আমেরিকায় শ্বেতাঙ্গদের অগ্রাধিকার, জাতি-বিদ্বেষ আর নব্য নাৎসিবাদের কোনও জায়গা নেই।’’

শ্বেতাঙ্গবাদ অথবা জাতিবিদ্বেষের বিরুদ্ধে ইভাঙ্কা এ ভাবে মুখ খোলায় বেশ বিস্মিতই রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

কারণ ইভাঙ্কার বাবা, খোদ প্রেসিডেন্ট ট্রাম্প নিজে কখনও সে ভাবে এই ধরনের বিদ্বেষের বিরুদ্ধে মুখ খোলেননি। বরং শার্লটসভিলের ঘটনার সময় শ্বেতাঙ্গদের একাংশের পক্ষ নিয়েছিলেন তিনি। টুইটে লিখেছিলেন, ‘‘দু’পক্ষের মানুষই খুব ভাল।’’ সেই মন্তব্যের পরে সমালোচনার ঝড় ওঠায় দু’দিনের মাথায় জাতিবিদ্বেষের কড়া নিন্দা করতে বাধ্য হন ট্রাম্প। টুইট করেন, ‘‘জাতিবিদ্বেষ ভয়ানক খারাপ জিনিস। যারা এর নামে হিংসা ছড়াচ্ছে, তারা আসলে এক এক জন অপরাধী।’’ এ বছর অবশ্য শার্লটসভিল কাণ্ডের এক বছর উপলক্ষে টুইট করেছেন প্রেসিডেন্ট। জাতিবিদ্বেষীদের কড়া সমালোচনাও করেছেন। লিখেছেন, ‘‘শার্লটসভিলের দাঙ্গা অকারণে কিছু মানুষের প্রাণ নিয়েছিল। সমাজকে বিভক্ত করেছিল। একটা দেশ হিসেবে আমাদের একসঙ্গে থাকতে হবে। যে কোনও বিদ্বেষ ও হিংসার নিন্দা করি আমি। সব মার্কিন শান্তিতে থাকুন।’’

সংবাদ সংস্থা

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE