Advertisement
০৩ নভেম্বর ২০২৪

পাস্তায়, উপহারে স্বাগত শরণার্থীরা

একটু গানবাজনা, খাওয়াদাওয়া আর অনেকটা আনন্দ। শরণার্থীদের স্বাগত জানাতে এমনই এক অভিনব পার্টির আয়োজন করলেন ইতালীয়রা। মঙ্গলবারের এই অনুষ্ঠানে সামিল ছিলেন অন্তত হাজার খানেক স্থানীয় বাসিন্দা।

সংবাদ সংস্থা
মিলান শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০৩:৩১
Share: Save:

একটু গানবাজনা, খাওয়াদাওয়া আর অনেকটা আনন্দ। শরণার্থীদের স্বাগত জানাতে এমনই এক অভিনব পার্টির আয়োজন করলেন ইতালীয়রা। মঙ্গলবারের এই অনুষ্ঠানে সামিল ছিলেন অন্তত হাজার খানেক স্থানীয় বাসিন্দা। গোটা ইউরোপ যখন শরণার্থী সমস্যায় উত্তাল, সে সময় মিলানে অভিবাসীদের স্বাগত জানানোর এ হেন ভাষা সত্যিই ব্যতিক্রম।

এক দিন আগেই শরণার্থী বিরোধিতায় উত্তাল হয়ে উঠেছিল ইতালির ওই এলাকা। শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিরোধিতা করে সরব হন অন্তত ২০০ জন। তবে মঙ্গলবারের মিলানে তার ছায়াও নজরে পড়েনি। বরং দৃশ্যটা ছিল একেবারেই অন্য রকম। চারপাশ ভেসে আসছিল হুল্লোড় আর চিৎকার। শুধু তাই নয়, শরণার্থীদের জন্য এ দিন আয়োজন করা হয়েছিল পেটপুজোর। হরেক রকম পাস্তার স্বাদে মন ভরিয়েই এ দিন নতুন দেশে পা রাখলেন ৮০ জন শরণার্থী। আর সব শেষে ছিল প্রত্যেক শরণার্থীর জন্য হাতে তৈরি কিছু উপহার। ইথিওপিয়া থেকে তিন মাস আগে স্ত্রীকে নিয়ে ইতালিতে এসেছেন ২২ বছরের জাকারিয়া আবদেল্লাহি। মঙ্গলবারের উৎসবে আপ্লুত জাকারিয়া। তাঁর কথায়, ‘‘মনে হচ্ছিল, আমি যেন খুব বিখ্যাত কোনও ব্যক্তি! সবাই আমার দিকে তাকাচ্ছে, ছবি তুলছে। নিজেকে প্রেসিডেন্ট ওবামা মনে হচ্ছিল।’’

মঙ্গলবারের ওই পার্টির এক আয়োজক সেলেনা তেসফাই জানালেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শরণার্থীদের এই মেলামেশার জায়গাটা তৈরি হওয়া খুবই জরুরি। যাতে পরবর্তী কালে সমস্যাগুলোর সঙ্গে অন্য ভাবে লড়াই করা যায়। তাঁর আরও দাবি, স্থানীয়দের মধ্যে শরণার্থীদের নিয়ে ভয় ঢুকিয়ে দিয়ে রাজনীতির খেলা চলছে। তার বিরুদ্ধেই এক শান্তিপূর্ণ প্রতিবাদ এ দিনের অনুষ্ঠান।

অন্য বিষয়গুলি:

Milan Migrants Italy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE