Advertisement
১৮ অক্টোবর ২০২৪
Hamas Chief Yahya Sinwar

নিহত হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার! গাজ়ায় হামলার পর বিবৃতি দিয়ে জানালেন ইজ়রায়েলের বিদেশমন্ত্রী

বৃহস্পতিবার গাজ়ায় এক অভিযান চালিয়েছিল ইজ়রায়েলি সেনা। ওই হামলাতেই হামাস প্রধান সিনওয়ার নিহত হয়েছেন বলে দাবি ইজ়রায়েলের বিদেশমন্ত্রীর। যদিও হামাস শিবিরের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

নিহত হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার, দাবি ইজ়রায়েলের।

নিহত হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার, দাবি ইজ়রায়েলের। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ২৩:২১
Share: Save:

ইসমাইল হানিয়ার পর এ বার নিহত হামাস গোষ্ঠীর নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারও! ইজ়রায়েলের বিদেশমন্ত্রী কাট্‌জ়ের দাবি, গাজ়ায় ইজ়রায়েলি সেনার এক অভিযানে মৃত্যু হয়েছে সিনওয়ারের। বৃহস্পতিবারই ইজ়রায়েলের সেনা হামলা চালিয়েছিল গাজ়ার একটি ভবনে। ওই ভবনে তিন জনের মৃত্যু হয়েছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল। ইজ়রায়েল তখন থেকেই এই সম্ভাবনার কথা জানাচ্ছিল। তাদের দাবি ছিল, মৃতদের মধ্যে হামাস প্রধান থাকতে পারেন। তিন জনের দেহও ইজ়রায়েলে নিয়ে আসা হয়েছিল ডিএনএ পরীক্ষার জন্য। শেষে ইজ়রায়েলের বিদেশমন্ত্রী কাট্‌জ় এক বিবৃতিতে জানালেন, সেনা অভিযানে নিহত হয়েছেন সিনওয়ার।

এর আগে ইজ়রায়েলি সেনা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছিল, গাজ়ায় এক অভিযানে তিন ‘জঙ্গি’র মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক জন সিনওয়ার কি না, তা ইজ়রায়েলি সেনা এবং নিরাপত্তা সংস্থা যাচাই করে দেখছে। এর কিছু সময় পরেই ইজ়রায়েলের বিদেশমন্ত্রী বিবৃতি দিয়ে জানান, নিহত হয়েছেন হামাস প্রধান। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, এই ঘটনায় হামাসের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

৬১ বছরের হামাস নেতা ইয়াহিয়ার জন্ম হয়েছিল গাজ়ার খান ইউনিয়ের একটি শরণার্থী শিবিরে। ২০১৭ সালে গাজ়াতেই তাঁকে হামাসের এক জন নেতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তবে তাঁর অনেক বছর কেটেছে কারাগারের অন্ধকার কুঠুরিতে। হামাসে যোগ দেওয়ার আগে ইয়াহিয়া বেশ কয়েক বছর জেলবন্দি ছিলেন। ইজ়রায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গাজ়ায় আত্মগোপন করে ছিলেন ইয়াহিয়া। তবে হানিয়ার পর হামাসের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে শক্তিশালী নেতা। গত অগস্টে তাঁকে হামাসের প্রধান হিসাবে বেছে নেওয়া হয়েছিল।

সিনওয়ারের মৃত্যু ঘিরে এর আগেও গুঞ্জন ছড়িয়েছিল। হামাস প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার পর এর আগেও এক বার ইজ়রায়েলি হানায় হামাস প্রধানের মৃত্যুর খবর ঘিরে জল্পনা ছড়িয়েছিল। গাজ়ার একটি স্কুলে রকেট হামলার পর সিনওয়ারের মৃত্যুর সম্ভাবনা ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। যদিও পরে জানা গিয়েছিল, তাঁর মৃত্যু হয়নি।

অন্য বিষয়গুলি:

Israel-Hamas Conflict israel hamas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE