Advertisement
০২ নভেম্বর ২০২৪

আইএস-কে অর্থ জোগাচ্ছে ৪০টি দেশ, বিধ্বংসী পুতিন

গোটা বিশ্ব আপাতত যাদের ভয়ে কাঁপছে, সেই ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অর্থের জোগান আসছে ৪০টি দেশ থেকে। তার মধ্যে রয়েছে জি-২০ জোটের কয়েকটি দেশও।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৫ ১৩:২২
Share: Save:

গোটা বিশ্ব আপাতত যাদের ভয়ে কাঁপছে, সেই ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অর্থের জোগান আসছে ৪০টি দেশ থেকে। তার মধ্যে রয়েছে জি-২০ জোটের কয়েকটি দেশও।

এই তথ্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি অবশ্য এটাও স্পষ্ট করে দিয়েছেন, ওই দেশগুলি থেকে সরকারি ভাবে কোনও মদত পাচ্ছে না আইএস জঙ্গিরা। আইএস-কে বিপুল পরিমাণ অর্থ জুগিয়ে যাচ্ছেন ওই দেশগুলির কিছু নাগরিক বা কোনও বেসরকারি এজেন্সি।

তবে শুধু যে ওই অর্থ সাহায্যের ভরসাতেই রয়েছে আইএস, তা নয়। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, অর্থের জন্য বেআইনি ভাবে তেলের কূপ খনন ও চড়া দামে সেই তেল বিক্রি করে চলেছে আইএস জঙ্গিরা। মহাকাশযান ও বিমান থেকে তার প্রামাণ্য ছবিও তুলেছে রুশ গোয়েন্দা সংস্থা।

রুশ গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট তথ্যাদি ও ছবি প্রেসিডেন্ট পুতিন তুরস্কের আন্তালিয়ায় সদ্য সমাপ্ত জি-২০ জোটের দেশগুলির বৈঠকে হাজির রাষ্ট্রনেতাদের হাতে তুলে দিয়েছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE