Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Muscat Mass Shooting

ওমানের শিয়া মসজিদে হামলা চালিয়ে ভারতীয় এবং পাক নাগরিকদের খুনের দায় নিল আইএস

শিয়াদের পবিত্র তীর্থক্ষেত্র ইমাম আলি মসজিদে তিন বন্দুকবাজের ওই হামলার ঘটনায় সোমবার রাতে মোট ছ’জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে এক ভারতীয় নাগরিক, চার জন পাকিস্তানি রয়েছেন।

ওমানের শিয়া মসজিদে হামলার দৃশ্য।

ওমানের শিয়া মসজিদে হামলার দৃশ্য। ছবি: এক্স হ্যান্ডল থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৪ ১৫:১৬
Share: Save:

ওমানের রাজধানী মাসকটের অদূরে ওয়াদি আল-কাবিরের শিয়া মসজিদে হামলার ঘটনায় দায় নিল পশ্চিম এশিয়ায় সক্রিয় সুন্নি জঙ্গিগোষ্ঠী আইএস। বুধবার সংগঠনের তরফে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার হয়েছে।

শিয়াদের পবিত্র তীর্থক্ষেত্র ইমাম আলি মসজিদে তিন বন্দুকবাজের ওই হামলার ঘটনায় সোমবার রাতে মোট ছ’জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে এক ভারতীয় নাগরিক, চার জন পাকিস্তানি এবং ওমান পুলিশের এক কর্মী রয়েছেন বলেও সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। আহত হয়েছেন ২৮ জন। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছেন তিন হামলাকারীও। আইএসের বিবৃতিতে তাঁদের ‘শহিদ’ বলা হয়েছে।

‘রয়্যাল ওমান পুলিশ’ জানিয়েছে, হামলার সময় মসজিদে একটি অনুষ্ঠানে যোগ দিতে এশিয়ার বহু দেশের নাগরিকেরা এসেছিলেন। ঘটনার নেপথ্যে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের যোগ আছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে। হামলার সময় মসজিদের ভিতরে আটকে পড়েছিলেন বহু তীর্থযাত্রী। পরে তাঁদের উদ্ধার করা হয় বলে পুলিশের বিবৃতিতে বলা হয়েছে। হামলার বেশ কিছু ভিডিয়ো (যার সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি) সমাজমাধ্যমে এসেছে। একটি ভিডিয়োয় গুলির শব্দ শোনা যাচ্ছে। সেই সঙ্গে বহু মানুষকে ইমাম আলি মসজিদের সামনে দিয়ে দৌড়ে পালাতে দেখা যাচ্ছে।

অন্য বিষয়গুলি:

Oman Mass Shooting terror attack is isis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE