মেধাবী ভারতীয় ছাত্রদের চাকরি দেবে আমেরিকান সংস্থাগুলি। আমেরিকায় থাকার বিষয়ে আর তাঁদের কোনও সমস্যা হবে না। সম্প্রতি যে ‘গোল্ড কার্ড’ প্রকল্পের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার অধীনেই ভারতীয় ছাত্রছাত্রীরা আমেরিকায় থাকা এবং কাজ করার সুযোগ পাবেন। শুধু ভারত নয়, যে কোনও দেশের মেধাবীরাই আমেরিকায় ‘গোল্ড কার্ড’ প্রকল্পের অধীনে এই সুবিধা পেতে পারবেন। এ ক্ষেত্রে আলাদা করে ভারত, জাপান এবং চিনের নাম করেছেন ট্রাম্প।
একটি অনুষ্ঠানে ‘গোল্ড কার্ড’ সংক্রান্ত আলোচনায় ট্রাম্প জানান, অবৈধ অভিবাসীদের কারণে আমেরিকায় দাম পাচ্ছে না প্রকৃত মেধা। বাধ্য হয়ে আমেরিকায় পড়াশোনার পরেও তাঁদের দেশে ফিরে যেতে হচ্ছে। ইচ্ছা থাকলেও তাঁরা আমেরিকায় কাজ করতে পারছেন না। ‘গোল্ড কার্ড’ প্রকল্পে এই মেধাবী ছাত্রছাত্রীরা লাভবান হবেন। আমেরিকান সংস্থাগুলি এই প্রকল্পের মাধ্যমে নির্দ্বিধায় তাঁদের নিয়োগ করতে পারবে। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যাঁরা স্নাতক পাশ করেছেন, তাঁরা ‘গোল্ড কার্ড’ প্রকল্পের অধীনে চাকরি পাবেন।
আরও পড়ুন:
ট্রাম্প বলেন, ‘‘ভারত, চিন, জাপান বা অন্য বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আমেরিকায় পড়তে আসেন। তাঁরা হার্ভার্ডে যান বা অন্য নামী বিশ্ববিদ্যালয়ে পড়েন। তাঁরা চাকরির প্রস্তাব পান এখান থেকে। কিন্তু সেই প্রস্তাব সঙ্গে সঙ্গেই নাকচ হয়ে যায়। কারণ, ওই সংস্থার কর্তৃপক্ষ জানেনই না আদৌ তাঁরা আমেরিকায় থাকতে পারবেন কি না। প্রচলিত অভিবাসন নীতি এই সমস্যার জন্ম দিয়েছে।’’
ট্রাম্প মেনে নিয়েছেন, এই নীতির ফলে বহু মেধাবী ছাত্রছাত্রী আমেরিকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। তাঁরা নিজের দেশে ফিরে গিয়ে সেখানে বড় বড় সংস্থা গড়ে তুলছেন, বহু মানুষকে চাকরি দিচ্ছেন। আমেরিকা এই মেধার কদর না-করে অর্থনৈতিক লাভ থেকে বঞ্চিত হচ্ছে। ‘গোল্ড কার্ড’ প্রকল্পে তাই এই মেধাবীদের আমেরিকায় থাকা এবং চাকরি করার সুযোগ দেওয়া হবে।
আমেরিকায় নাগরিকত্ব লাভের জন্য নতুন ‘গোল্ড কার্ড’ প্রকল্প ঘোষণা করেছেন ট্রাম্প। এই কার্ডের মাধ্যমে ধনী ব্যক্তিরা আমেরিকার নাগরিকত্ব কিনতে পারবেন ৫০ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় সাড়ে ৪৩ কোটি টাকা)-এর বিনিময়ে। এত দিন ‘গ্রিন কার্ড’-এর মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পাওয়া যেত। ‘গোল্ড কার্ড’কে এই ‘গ্রিন কার্ড’-এর ‘প্রিমিয়াম’ সংস্করণ বলা হচ্ছে।