রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে ফের জম্মু ও কাশ্মীরকে অস্ত্র করল পাকিস্তান। পাল্টা পাকিস্তানকে জবাব দিল ভারতও। ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে খোঁচা দিয়ে ইসলামাবাদকে নিজেদের ব্যর্থতার দিকে নজর দেওয়ার পরামর্শও দিল নয়াদিল্লি।
জেনেভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের বৈঠকে পাকিস্তানের আইনমন্ত্রী আজ়ম নাজ়ির অভিযোগ করেছিলেন, জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। তার পাল্টা মুখ খোলেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি কে ত্যাগী। তিনি অভিযোগ করেন, পাক সেনার নির্দেশে মিথ্যা দাবি করছেন পাকিস্তানের নেতারা।
ত্যাগী বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে, এমন একটি ব্যর্থ দেশের জন্য বৈঠকের সময় নষ্ট হচ্ছে। ওরা তো আন্তর্জাতিক সাহায্য নিয়ে বেঁচে রয়েছে।” মনে করা হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট এবং রাজনৈতিক ডামাডোলের দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি। এখানেই থামেননি তিনি। পাকিস্তানকে তোপ দেগে তিনি বলেন, “এমন একটি দেশ, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়, সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হয় এবং রাষ্ট্রপুঞ্জের দ্বারা নিষিদ্ধ সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া হয়। অন্য কাউকে জ্ঞান দেওয়ার কোনও জায়গা পাকিস্তানের নেই।”
আরও পড়ুন:
ভারতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এ-ও বলা হয় যে, গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে অভূতপূর্ব রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি হয়েছে। এ ক্ষেত্রে ভারতের অবস্থান স্পষ্ট করে স্থায়ী প্রতিনিধি বলেন, “কয়েক দশক ধরে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদে বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।”