Advertisement
২৪ নভেম্বর ২০২৪
Attack On Sikh Minority

শিখদের বিরুদ্ধে কেন ধারাবাহিক হামলা? পাক কূটনীতিককে তলব করে প্রতিবাদ ভারতের

গত কয়েক দিনে পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আক্রান্ত দু’জন শিখ ধর্মাবলম্বী। তাঁদের মধ্যে প্রথম জন এক চিকিসক। তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়।

pakistan flag.

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ২৩:২৯
Share: Save:

গত তিন মাসে পাকিস্তানে চার বার প্রাণঘাতী হামলা হয়েছে শিখ সম্প্রদায়ের মানুষের উপর। এই পরিস্থিতিতে সোমবার নয়াদিল্লির পাক হাইকমিশনের এক উচ্চপদস্থ কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানাল নয়াদিল্লি।

গত কয়েক দিনে পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আক্রান্ত দু’জন শিখ ধর্মাবলম্বী। তাঁদের মধ্যে প্রথম জন এক চিকিসক। তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। দ্বিতীয় ব্যক্তি শনিবার খুন হওয়া শহরের এক ব্যবসায়ী। নাম মনমোহন সিংহ । শুক্রবার রাতে আরও এক শিখ ব্যবসায়ীর উপর পেশোয়ারে হামলা হয়েছিল। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান।

আফগান সীমান্তবর্তী পেশোয়ারে কয়েক হাজার শিখের বসবাস। পাক সংবাদমাধ্যমের একাংশের দাবি, সীমান্ত পেরিয়ে আইএস খোরাসান জঙ্গিরা এই হামলা চালাচ্ছে। শিখদের সামাজিক সংগঠন ‘ইউনাইটেড শিখস’ জানিয়েছে, পাক দূতাবাসের সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে কথা বলবে তারা। প্রসঙ্গত, ২০১৮ সালের শিখ সম্প্রদায়ের বিশিষ্ট নেতা চরণজিৎ সিংহকে পেশোয়ারেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা খুন করেছিলেন। এর দু’বছর পর ২০২০ সালে একটি সংবাদমাধ্যমের সঞ্চালক বিন্দর সিংহ খুন হন। ২০১৬ সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ জাতীয় পরিষদের সদস্য সুরেন সিংহও পেশোয়ারে আততায়ীদের গুলির শিকার হয়েছিলেন।

অন্য বিষয়গুলি:

India Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy