হ্যারিকেন লরার জেরে জলমগ্ন আমেরিকার বিস্তীর্ণ এলাকা। ছবি—এপি।
আমপান এসে লন্ডভন্ড করে দিয়েছিল পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এ রকমই প্রবল গতি সম্পন্ন হ্যারিকেন প্রতি বছর আছড়ে পড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কিন্তু সেই বিধ্বংসী ঝড়ের ভিতরটা দেখতে কেমন? সেটাই সম্প্রতি সামনে এসেছে ‘হ্যারিকেন হান্টার’ নিক আন্ডারউডের সৌজন্যে।
আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার অ্যাডমিনিট্রেশনের সঙ্গে হ্যারিকেন চেজিং বিমানে করে গিয়েছিলেন হ্যারিকেন লরার ভিতর। সেই ঘটনার ভিডিয়ো তিনি বৃহস্পতিবার আপলোড করেছেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। সেই ভিডিয়ো দেখে হ্যারিকেন নিয়ে উৎসাহিত হয়েছেন নেটাগরিকরা।
বৃহস্পতিবার রাত একটা নাগাদ আমেরিকার লুইজিয়ানার উপকূলে আছড়ে পড়েছিল হ্যারিকেন লরা। প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেশি বেগের এই ঝড়ে বিপর্যস্ত লুইজিয়ানার বিস্তীর্ণ এলাকা। গাছ উপড়ে, বাড়ি ভাঙার পাশাপাশি ঝড়ের জেরে জলমগ্ন আমেরিকার ওই এলাকা। সেই ঝড়ের ভিতরই ঢুকে হ্যারিকেন সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন নিক। ভবিষ্যতে ঝড় সংক্রান্ত পূর্বাভাস তৈরির ক্ষেত্রে এই সমস্ত তথ্য কাজে লাগবে বলেই দুঃসাহসিক কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন নিক।
হ্যারিকেন লরার ভিতর ঢুকে পড়ার ভিডিয়ো আপলোড করে নিক লিখেছেন, ‘‘আজ লরার ভিতর পাঁচ বার ঢুকেছি। দ্বিতীয়বার যাওয়ার পর তৃতীয়বারের জন্য যাওয়ার প্রস্তুতির সময়ের ভিডিয়ো এটি। আজকে পাঁচবার নিয়ে জীবনে মোট ৬১ বার হ্যারিকেনের ভিতর ঢুকলাম।’’ দেখুন সেই ভিডিয়ো—
Kermit (#NOAA42) flew through Hurricane #Laura FIVE times today. Here's a time lapse of our second pass up through the beginning for our third.
— Tropical Nick Underwood (@TheAstroNick) August 26, 2020
A pass in and out of a hurricane is called a "penetration" or a "penny". Five pennies today takes my career total to 61.#FlyNOAA pic.twitter.com/IqajXPbosQ
আরও পড়ুন: ২৩ কোটি ডলারের শেয়ার কর্মীদের বিলিয়ে দিলেন মার্কিন উদ্যোগপতি
আরও পড়ুন: ৫৯ বছর পর বৃহত্তম হাইড্রোজেন বোমা বিস্ফোরণের গোপন ভিডিয়ো প্রকাশ করল রাশিয়া
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy