ভারতের সিদ্ধান্তে হতাশ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: এপি।
ভারতের সঙ্গে বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিলে হতাশ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সেই হতাশা ব্যক্ত করার পাশাপাশি পড়শি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরোক্ষে সঙ্কীর্ণ মনোভাবাপন্ন এবং অদূরদর্শী বলে আক্রমণ করলেন তিনি।
শুক্রবার সকালে কাশ্মীরের সোপিয়ানে তিন জন পুলিশকর্মীকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে পাক মদতে পুষ্ট হিজবুল মুজাহিদিন জঙ্গিরা। এর পর দুপুরে জরুরি বৈঠক ডাকে মোদী সরকার। তাতে সিদ্ধান্ত হয়, নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ফাঁকে পাকিস্তানের সঙ্গে বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে করবে না ভারত।
২৪ ঘণ্টা আগেই ওই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে রাজি ছিল ভারত। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কেন্দ্র। ভারতের ওই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছিলেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। কুরেশির দাবি ছিল, “অভ্যন্তরীণ চাপে পড়েই ওই সিদ্ধান্ত নিয়েছে ভারত।”
আরও পড়ুন: ‘পুলিশের চাকরি আর করবে না, ছেলেকে খুন কোরো না’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে চোর বলেছেন ওলাঁদ, মুখ খুলুন মোদী: রাহুল
Disappointed at the arrogant & negative response by India to my call for resumption of the peace dialogue. However, all my life I have come across small men occupying big offices who do not have the vision to see the larger picture.
— Imran Khan (@ImranKhanPTI) September 22, 2018
এ দিন সেই সুর আরও এক ধাপ চড়িয়ে দেন পাক প্রধানমন্ত্রী। শনিবার টুইটারে নিজের হতাশা উগরে দেন ইমরান। পাশাপাশি, নাম না করে নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন তিনি। ইমরান বলেন, “শান্তি আলোচনা পুনরায় শুরু করার আহ্বানে ভারতের দাম্ভিক ও নেতিবাচক উত্তরে আমি হতাশ। যাই হোক, সারা জীবন ধরেই এ রকম মানুষদের দেখেছি যাঁরা উঁচু পদে থাকলেও আসলে সঙ্কীর্ণ, তাঁদের দূরদর্শিতার অভাব রয়েছে।”
(আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy