কর্মী-সমর্থকদের সভায় এই ভাষণ দিলেও আসলে তাঁর এই বার্তা ছিল বিরোধীদের উদ্দেশে। সভায় ইমরান আবারও ‘বিদেশি মদতে’ তাঁর সরকারকে ফেলে দেওয়ার অভিযোগ করেন। এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর প্রশ্ন, ‘‘আমার বিরুদ্ধে ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাবের পাশের আগে কেন মধ্যরাতে আদালত বসল? আমি কি কোনও আইন ভেঙেছি?’’
ফাইল ছবি
ক্ষমতাচ্যূত হওয়ার পর বুধবার প্রথম জনসভা করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পেশওয়ারের তাঁর দলের কর্মী সমথর্কদের সেই জনসভায় তিনি বলেন, ‘‘আমি যখন সরকারে ছিলাম তখন ভয়ঙ্কর ছিলাম না। কিন্তু এই এখন আমি ভয়ঙ্কর।’’
কর্মী-সমর্থকদের সভায় এই ভাষণ দিলেও আসলে তাঁর এই বার্তা ছিল বিরোধীদের উদ্দেশে। সভায় ইমরান আবারও ‘বিদেশি মদতে’ তাঁর সরকারকে ফেলে দেওয়ার অভিযোগ করেন। এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর প্রশ্ন, ‘‘আমার বিরুদ্ধে ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাবের পাশের আগে কেন মধ্যরাতে আদালত বসল? আমি কি কোনও আইন ভেঙেছি?’’
প্রসঙ্গত, ৯ এপ্রিল মধ্যরাতে পাক সুপ্রিম কোর্ট ইমরান সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটের জন্য নির্ধারিত সময়সীমা সংক্রান্ত একটি আবেদনের শুনানির জন্য গভীর রাতে প্রস্তুত ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বিধানসভার তৎকালীন স্পিকার আসাদ কায়সার মধ্যরাতে ভোট গ্রহণ করেননি। ইমরান সংক্রান্ত আরও একটি আবেদনের শুনানির জন্য মধ্যরাতে ইসলামাবাদ হাইকোর্টও খোলা হয়েছিল।
ঘটনাক্রমে অনাস্থা ভোট শুরুর আগেই স্পিকার পদত্যাগ করেন এবং রাতে অ্যাসেম্বলিতে ভোট হয়। ইমরান খান পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন।
রাতে আদালত খোলার পক্ষে বিরোধীদের যুক্তি ছিল ‘সংবিধান লঙ্ঘন’ হচ্ছিল। সে কারণেই আদালতকে রাতে বসতে হয়েছে।
নতুন সরকারের বিরুদ্ধে তোপ দেগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা এই আমদানি করা সরকারকে মেনে নেব না।’’ এই অভিযোগ অবশ্য তিনি অনাস্থা ভোটের আগে থেকেই করে আসছেন। তাঁর দাবি, জনগণও বিক্ষোভ দেখিয়ে সরকারে বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, রবিবার ইমরানের সমর্থনে দেশ জুড়ে একাধিক মিছিল বার হয়। সভায় তিনি সরাসরি আমেরিকার দিকেই আঙুল তোলেন। তিনি কথায়, ‘‘আমেরিকা এই ডাকাত সরকার চাপিয়ে পাকিস্তানকে অপমান করেছে। জুলফিকার আলি ভুট্টোকে আমেরিকার ষড়যন্ত্রে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে এটি ১৯৭০ সালের পাকিস্তান নয়। এটা নতুন পাকিস্তান।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy