দুই আরোহী নিয়ে রাস্তা দিয়ে নির্দিষ্ট বেগে এগিয়ে যাচ্ছে গাড়িটি। অথচ গাড়ির দুই আরোহীই ঘুমিয়ে! কী আশ্চর্য! অথচ বাধা কাটিয়ে ঠিক এগিয়ে চলেছে গাড়িটি। এ কি কোনও রূপকথা! না, বাস্তবেও ঠিক এমন ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। কারণ, খুব তাড়াতাড়ি গুগল বাজারে আনতে চলেছে স্বচালিত একটি গাড়ি।
গুগলের দাবি, এই গাড়ি বাজারে এলে গাড়ি চালানোর ঝক্কি আর পোয়াতে হবে না। ইতিমধ্যেই গাড়িটি শহরের রাস্তায় চালানোর অনুমোদনও দিয়েছে ক্যালিফোর্নিয়ার মোটর ভেহিকলস্। ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মাইল বেগে চলতে পারে এই গাড়িটি। এমনিতে গাড়িটিতে ব্রেক, স্টিয়ারিং না থাকলেও আরোহী চাইলে সে গুলি লাগিয়ে নিজে চালাতেও পারে। গাড়িতে শুধুমাত্র দুই আরোহীর বসার জায়গা রয়েছে। জিপিএসের মাধ্যমে গাড়িটি চালানো হবে।
এর আগেও গুগল এই গাড়ি বাজারে আনার চেষ্টা করেছিল। কিন্তু তখন পরীক্ষামূলক ভাবে রাস্তায় চালানোর সময়ে দুর্ঘটনা ঘটেছিল। গুগলের দাবি, এখনও পর্যন্ত মোট ১২ বার দুর্ঘটনায় পড়েছে এই গাড়ি। কিন্তু সব ক্ষেত্রেই দোষ নাকি মানবচালিত অন্য গাড়িগুলির।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy