এই ছবি শেয়ার করেই গুগল আর্থ গ্রাহক দাবি করেছেন ভিন্গ্রহের প্রাণী আছে।
ভিন্গ্রহের প্রাণী আছে না নেই, এ নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। ভিন্গ্রহীদের নিয়ে নানা ছবিও হয়ে গিয়েছে। কিন্তু আদতে এর অস্তিত্ব আছে কি না তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে। তবে মাঝেমধ্যেই খবর শোনা যায়, আকাশে ভেসে বেড়াতে দেখা গিয়েছে অদ্ভুত যান। যেগুলিকে ভিন্গ্রহীদের যান বা ইউএফও বলে দাবি করা হয়েছে।
এ তো না হয় গেল ভিন্গ্রহের প্রাণী এবং ইউএফও নিয়ে নানা দাবির কথা। এ বার এক গ্রাহক গুগল আর্থ ঘাঁটতে ঘাঁটতে সন্ধান পেলেন আন্টার্কটিকায় বিশালাকায় চাকতির মতো এক বস্তুর। স্কট সি ওয়ারিং নামের স্বঘোষিত ইউএফও বিশেষজ্ঞের দাবি বরফের বুকে ভাসমান ওই গোল চাকতিটি নাকি ভিন্গ্রহের প্রাণীদের। সেটি বরফের উপর আছড়ে পড়েছে।
এর পর ওয়ারিং দাবি করেছেন, এর থেকেই প্রমাণিত যে ভিন্গ্রহের প্রাণী আছে এবং তারা পৃথিবীতে আসে। ওয়ারিং বলেন, “আমার এই ভিডিয়োটি শেয়ার করার পর আশা করছি অনেক দেশই ইউএফওটি উদ্ধারের জন্য যাবে। আন্টার্কটিকাকে কি ভিন্গ্রহীরা নিজেদের যান লুকনোর জায়গা হিসেবে বেছে নিল? এই ছবিই প্রমাণ করছে যে ভিন্গ্রহের প্রাণী আছে এবং তারা পৃথিবীতে যাতায়াত করে।” যদিও ওয়ারিংয়ের এ সব দাবিকে নস্যাৎ করেছেন বিজ্ঞানীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy