আজকের গুগল ডুডল।
গোটা পৃথিবীর কাছে ম্যাজিক রিয়ালিজমের এক আলো আঁধারি কূহক তুলে ধরেছিলেন তিনি। আজ তাঁর জন্মদিনে একশো বছরের নৈঃশব্দের হাহাকারে সেই মাকন্দো গ্রামকেই তুলে ধরল গুগল। তিনি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। গুগলের ডুডলে আজ তিনি।
লাতিন আমেরিকার প্রিয় গাবো বা গাবিতো-র আজ ৯১তম জন্মদিন। বিশ্ববন্দিত কলম্বিয়ান সাহিত্যিক, সাংবাদিক, চিত্রনাট্যকারকে শ্রদ্ধা জানাতে তাঁর অমর গ্রাম মাকন্দো-কে ডুডলে তুলে ধরেছেন শিল্পী মাথ্যু ক্রুশাঙ্ক।
ডুডলের বর্ণনা দিতে গিয়ে গুগল বলেছে, ‘‘এখানকার জলে সোনালি মাছ খেলা করে, ফুল ছুঁয়ে চলে যায় হলুদ প্রজাপতি, কোনও সুদূর থেকে হয়তো বা এসে থামে এক ট্রেন, আর কিছু রহস্যময় যাযাবর। যাদের ঝুলিতে শুধুই কল্পনা।’’
আরও পড়ুন: প্রতিষ্ঠান-বিরোধী দলের জয় ইতালিতে
১৯২৭ সালে জন্ম মার্কেজের। বিংশ শতাব্দীর কিংবদন্তি সাহিত্যিক সারা জীবনে লিখেছেন ২৫টিরও বেশি বই। ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পান মার্কেজ। তাঁর জীবনীশক্তির কাছে হার মেনেছিল দুরারোগ্য লিম্ফেটিক ক্যানসারও। বার্ধক্যে সঙ্গী হয়েছিল অ্যালঝাইমার’স। অবশেষে ২০১৪ সালের এপ্রিল মাসে চির নৈঃশব্দের জগতে চলে যান গাবো।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy