বিবৃতি জারি করে দেশ ছাড়ার ‘যুক্তি’ সাজালেন গনি। ফাইল চিত্র।
১৫ অগস্ট দেশ ছেড়ে পালিয়েছিলেন। তার পর থেকে তাঁর সম্বন্ধে কেবল রটনাই শোনা গিয়েছে। ২৩ দিন পর অবশেষে মুখ খুললেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি। টুইটারে লিখলেন, ‘জীবনের কঠিনতম সিদ্ধান্ত ছিল দেশ ছেড়ে যাওয়া।’
তালিবান সরকার ঘোষণা করেছে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিবৃতি জারি করলেন সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি। বিবৃতিতে লিখেছেন, ১৫ অগস্ট দেশ ছাড়া ছিল জীবনের কঠিনতম সিদ্ধান্ত। কিন্তু দেশ ছাড়া ভিন্ন অন্য কোনও রাস্তা খোলা ছিল না আমার সামনে। গনি লিখেছেন, ‘বন্দুকের নলকে শান্ত রাখতে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমার উপায় ছিল না। আমি চাইনি গুলি চলুক, রক্ত ঝরুক।’
Statement 8 September 2021 pic.twitter.com/5yKXWIdLfM
— Ashraf Ghani (@ashrafghani) September 8, 2021
গত মঙ্গলবার আফগানিস্তানে কার্যকরী সরকারের পদাধিকারীদের নাম ঘোষণা করে তালিবান। প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন মোল্লা মহম্মদ হাসান আখুন্দ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy