Advertisement
২২ নভেম্বর ২০২৪
Florida

রেনেসাঁ পড়াতে গিয়ে পর্নোগ্রাফির ক্লাস! অভিভাবকদের বিক্ষোভের চাপে পদত্যাগ শিক্ষিকার

ফ্লোরিডার স্কুলের প্রধানশিক্ষিকা ষষ্ঠ শ্রেণিতে রেনেসাঁর শিল্পকলা প্রসঙ্গে ক্লাস নিচ্ছিলেন। ইতালীয় শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর ‘ডেভিড’ স্থাপত্যের প্রসঙ্গে তিনি পর্নোগ্রাফি নিয়ে আলোচনা করেন।

Florida teacher resigned after parent complains of porn exposer in class.

ইতালীয় শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত ‘ডেভিড’ স্থাপত্যের বিষয়ে পড়াতে গিয়ে শিক্ষিকা পর্নোগ্রাফি নিয়ে ক্লাসে আলোচনা করেন। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১৫:১৮
Share: Save:

ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের পর্নোগ্রাফির পাঠ দেওয়ার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ, রেনেসাঁ পড়ানোর সময় ওই শিক্ষিকা ছাত্রছাত্রীদের পর্নোগ্রাফি বোঝাচ্ছিলেন। তা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। বিক্ষোভের চাপে অভিযুক্ত স্কুলের প্রধানশিক্ষিকা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

ফ্লোরিডার তাল্লাহাসি ক্লাসিক্যাল স্কুলের প্রধানশিক্ষিকা হোপ ক্যারাসকিল্লা। ষষ্ঠ শ্রেণিতে তিনি রেনেসাঁর শিল্পকলা প্রসঙ্গে ক্লাস নিচ্ছিলেন। ইতালীয় শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত ‘ডেভিড’ স্থাপত্যের বিষয়ে পড়াতে গিয়ে শিক্ষিকা পর্নোগ্রাফি নিয়ে ক্লাসে আলোচনা করেন। ছাত্রছাত্রীদের পর্নোগ্রাফি চিনিয়ে দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ হন অভিভাবকেরা।

অভিভাবকদের একাংশ ওই ক্লাসের কথা জানতে পেরে প্রতিষ্ঠানের কাছে লিখিত দাবি জানান, এই ধরনের পাঠ দেওয়ার আগে যেন বিজ্ঞপ্তি জারি করে অভিভাবকদের তা জানিয়ে দেওয়া হয়। এর পরেই স্কুল কর্তৃপক্ষ প্রধানশিক্ষিকাকে পদত্যাগের জন্য চাপ দেন বলে অভিযোগ।

পদত্যাগের পর সংবাদমাধ্যমে শিক্ষিকা জানান, আমি অত্যন্ত দুঃখিত যে, এই প্রতিষ্ঠানে আমার দীর্ঘ যাত্রা এ ভাবে শেষ হল।

মাইকেল অ্যাঞ্জেলোর ‘ডেভিড’ স্থাপত্যে পুরুষের নগ্ন মূর্তি রয়েছে। ১৫০১ থেকে ১৫০৪ খ্রিস্টাব্দের মধ্যে ওই স্থাপত্যের নির্মাণ হয়। এই মূর্তিকে কেন্দ্র করে শিল্পের স্বাধীনতা নিয়ে বিতর্ক দীর্ঘ দিনের। ফ্লোরিডার শিক্ষিকা ক্লাসে ‘ডেভিড’ ছাড়াও রেনেসাঁর আরও একাধিক বিখ্যাত স্থাপত্য নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনা করেছিলেন। বিতর্কের মাঝে তিনি পদত্যাগ করেছেন।

অন্য বিষয়গুলি:

Florida School Teacher Pornography
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy