বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণেই এই সিদ্ধান্ত। ছবি: প্রতীকী
আবার কাণ্ড কাঠমান্ডুতে। ত্রিভুবন দাস আন্তর্জাতিক বিমানবন্দরে সব বিমানের উড়ান বাতিল করা হল। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণেই এই সিদ্ধান্ত। যদিও এই নিয়ে বিশদে কিছু এখনও জানাননি কর্তৃপক্ষ।
গত ১৫ জানুয়ারি বড়সড় বিমান দুর্ঘটনা হয়েছে নেপালে। পোখরা শহরের নতুন এবং পুরনো বিমানবন্দরের মাঝে ভেঙে পড়ে ইয়েতি এয়ারলাইন্স সংস্থার একটি বিমান। মৃত্যু হয় ৭২ জন সওয়ারির। তাঁদের মধ্যে ছিলেন পাঁচ ভারতীয়। কাঠমান্ডুর ত্রিভুবন দাস বিমানবন্দর থেকে উড়েছিল সেটি। গন্তব্য ছিল পোখরা। অবতরণের কিছু আগে সেতি নদীর তীরে ভেঙে পড়ে।
All flights have been halted in Tribhuvan International Airport, Kathmandu following a problem in the system: Airport Officials
— ANI (@ANI) January 28, 2023
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy