রবিবার তাঁর প্রতিদ্বন্দ্বী তথা অতি দক্ষিণপন্থী মারিন লা পেনকে হারিয়েছেন মাকরঁ। ভোট শতাংশের বিচারে অবশ্য আশানুরূপ লড়াই করতে পারেননি লা পেন। মাকরঁ পেয়েছেন ৫৮.২ শতাংশ ভোট। তুলনায় লা পেনের দখলে এসেছে ৪১.৮ শতাংশ।
ফ্রান্সের প্রেসিডেন্ট পদে জয়ের পর প্যারিসে ইমানুয়েল মাকরঁ। ছবি: পিটিআই।
জনপ্রিয়তায় ভাটা পড়লেও নিজের কুর্সি ধরে রাখলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। এই নিয়ে প্রেসিডেন্ট পদে টানা দু’বার জিতলেন তিনি। যা আধুনিক ফ্রান্সের ইতিহাসে এই প্রথম।
রবিবার তাঁর প্রতিদ্বন্দ্বী তথা অতি দক্ষিণপন্থী মারিন লা পেনকে হারিয়েছেন মাকরঁ। ভোট শতাংশের বিচারে অবশ্য আশানুরূপ লড়াই করতে পারেননি লা পেন। মাকরঁ পেয়েছেন ৫৮.২ শতাংশ ভোট। তুলনায় লা পেনের দখলে এসেছে ৪১.৮ শতাংশ।
নির্বাচনের আগে থেকেই লা পেনের বিরুদ্ধে এগিয়ে ছিলেন মাকরঁ। অধিকাংশ জনমত সমীক্ষাও সে ইঙ্গিত দিয়েছিল। তবে ভোটবাক্সে মাকরঁকে কড়া টক্কর দেবেন বলে মনে করছিলেন লা পেনের সমর্থকেরা। তবে তা হয়নি। যদিও ফ্রান্সের প্রেসিডেন্টের জনপ্রিয়তা যে গত বারের তুলনায় কমেছে, তা বুঝিয়ে দিয়েছে ভোট শতাংশের পরিসংখ্যান। গত বার তাঁর দখলে এসেছিল ৬৬.১ শতাংশ। অন্য দিকে, ৩৩.৯ শতাংশ ভোট মিলেছিল লা পেনের।
Congratulations to my friend @EmmanuelMacron on being re-elected as the President of France! I look forward to continue working together to deepen the India-France Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) April 25, 2022
এই জয়ের পর মাকরঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার টুইটারে তিনি লিখেছেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন বন্ধু!’ ভারত-ফ্রান্স দু’দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেছেন মোদী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy