ইলন মাস্ক। ফাইল চিত্র।
টুইটার ঝড় কি অবশেষে নিজেই ক্লান্ত হয়ে পড়লেন নতুন মালিক এলন মাস্ক! তা না হলে অমন ছেড়ে দে মা কেঁদে বাঁচি হাল কেন তাঁর। মঙ্গলবার রাতে আচমকাই জোর হস্তে টুইটারে আবির্ভূত হলেন তিনি। সমালোচকদের উদ্দেশে লিখলেন, “এ বার বরং অন্য কোনও জায়গা খুঁজে নিন, নমস্তে।”
হ্যাঁ ভারতীয় শব্দ ‘নমস্তে’ই ব্যবহার করেছেন এলন। আর ব্যবহারটিও হয়েছে উপযুক্ত। খানিকটা আপদ বিদায় করার ভঙ্গিতেই তিনি তাঁর সমালোচকদের বলতে চেয়েছেন, ‘ঘাট হয়েছে। এ বার বাপু এসো। নমস্কার।’ এলন লিখেছেন, “ওপর ওপর বিচার করে সমালোচনা বা নিন্দা করার মানসিকতা নিয়ে যারা এখানে রয়েছেন, আশা করব, তাঁরা টুইটারের প্ল্যাটফর্ম ছেড়ে অন্য প্লাটফর্মে নিজেদের জায়গা খুঁজে নেবেন।” তারপরেই আরও স্পষ্ট করে টুইটার প্রধান লেখেনি, “দয়া করে এ বার আপনারা আসুন, আমি হাত জোড় করে বলছি। নমস্তে।”
Namaste 🙏
— Elon Musk (@elonmusk) November 21, 2022
প্রসঙ্গত, মঙ্গলবার সকালেই এলন ঘোষণা করেছিলেন, টুইটারে আর ছাটাই নয়, বরং এবার নতুন নিয়োগ হবে। বস্তুত, গত কয়েকদিনে এলন বহু টুইটার কর্মীকে ছাঁটাই করার পাশাপাশি, অনেক কর্মীও স্বেচ্ছায় ছেড়েছেন টুইটার। সূত্রের খবর, হিসাবের বেশি কর্মী হাতছাড়া হয়ে যাওয়ায় এখন কিছুটা বিপদেই পড়েছেন এলন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy