Advertisement
২২ জানুয়ারি ২০২৫
International News

হারলে ধসে যাবে শেয়ার বাজার, হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প নিজের মুখে ‘সাহায্য চাই না’ বললেও, মার্কিন মুলুকে কিন্তু জোর জল্পনা, ২০২০-র ভোটেও নাক গলাতে তৎপর রাশিয়া।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪১
Share: Save:

করোনা-আতঙ্ক কালই বড়সড় ধাক্কা দিয়েছিল শেয়ার বাজারে। কিন্তু তিনি ভোটে জিতে ফের হোয়াইট হাউসে না-এলে, গোটা দুনিয়া আরও ভয়াবহ শেয়ার-বিপর্যয়ের সাক্ষী হবে বলে আজ হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি যে শুধু নিজের জোরেই ক্ষমতায় ফেরা নিয়ে আত্মবিশ্বাসী, তা-ও জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ওয়াশিংটন পাড়ি দেওয়ার আগে দিল্লিতে সাংবাদিক বৈঠক করলেন ট্রাম্প। তাঁর এই ভারত সফরকে অনেকেই প্রচারের প্যাকেজ বলছেন। তাঁর আগে কোনও মার্কিন প্রেসিডেন্ট ভোটের বছরে ভারত-সফরে আসেননি। ভারত-পাকিস্তান থেকে শুরু করে করোনা-তালিবান, বাণিজ্য-নিরাপত্তা ছুঁয়ে গিয়ে ট্রাম্পও তাই এ দিন সরাসরি ভোটের ময়দানে নেমে বললেন, ‘‘কেউ কখনও সাহায্য করেনি। এ বারও অন্য কোনও দেশের সাহায্য ছাড়াই জিতব আমি।’’ কিন্তু যদি পাশা পাল্টায়? ট্রাম্পের সটান জবাব, ‘‘তা-হলে স্টক মার্কেটে এমন ধস নামবে, যা আগে কেউ দেখেননি।’’

ট্রাম্প নিজের মুখে ‘সাহায্য চাই না’ বললেও, মার্কিন মুলুকে কিন্তু জোর জল্পনা, ২০২০-র ভোটেও নাক গলাতে তৎপর রাশিয়া। খোদ মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান জোসেফ ম্যাগুয়্যার গত সপ্তাহের শেষে এ নিয়ে সতর্কও করেছিলেন দেশবাসীকে। কিছু রিপোর্ট বলছে, ২০১৬-র মতো এ বারও মস্কো ট্রাম্পের পক্ষেই বাজি ধরছে। প্রেসিডেন্ট অবশ্য তা ‘একেবারেই ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে একে ডেমোক্র্যাটদের অপপ্রচার বলেছেন। এ দিকে, মার্কিন কিছু সংবাদমাধ্যম বলছে, এ বার রাশিয়া নাকি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্সকে সমর্থন করছে। ট্রাম্পের দাবি, রুশ হস্তক্ষেপ নিয়ে এ বার মার্কিন গোয়েন্দা বিভাগ তাঁকে কোনও ব্রিফিং করেনি।’’

আরও পড়ুন: সিএএ-বার্তা দিতে ব্রাসেলস চলোর ডাক

রুশ হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন করে এ দিন ট্রাম্পের রোষে পড়েন মার্কিন সাংবাদিক জিম অ্যাকোস্টা। সেই অ্যাকোস্টা, ২০১৮-য় ‘অস্বস্তিকর প্রশ্ন’ করায় যাঁর হোয়াইট হাউসের প্রেস পাস সাসপেন্ড করা হয়েছিল। ট্রাম্প তাঁর ব্যক্তিগত ও চ্যানেলের বিশ্বাসযোগ্যতা নিয়ে কটাক্ষ করায় অ্যাকোস্টা সাংবাদিক বৈঠকেই পাল্টা বলেন, ‘‘আমার ধারণা, আমাদের চ্যানেলের সত্য উপস্থাপন অনেক ক্ষেত্রেই আপনার চেয়ে ভাল।’’

অন্য বিষয়গুলি:

Donald Trump Donald Trump in India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy