ঢাকা মহানগর নাট্য পর্ষদের এ বারের বাৎসরিক নাট্য উৎসব শনিবার শুরু হওয়ার কথা ছিল। বাংলাদেশ মহিলা সমিতির প্রেক্ষাগৃহে ১৪ দিন ধরে এই উৎসবটি করার জন্য পুলিশ ও অন্যান্য দফতরের অনুমোদন নেওয়া হয়েছিল। প্রেক্ষাগৃহ সাজানো শেষ হয়েছিল আগের সন্ধ্যাতেই। শনিবার সকালে দেখা যায়, সে সব উধাও। নাট্যকর্মী জড়ো হয়ে খোঁজখবর করার সময়েই স্থানীয় রমনা থানা থেকে ফোন এল আয়োজকদের কাছে— অনুষ্ঠান করা যাবে না। ইউনূস সরকারের সমর্থক কিছু মানুষ চাইছেন না নাট্য উৎসব হোক।
এ দিনই ঢাকার পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে ফেলা হয়েছে। অনেক ইতিহাসের সাক্ষী স্টেডিয়ামটির নতুন নামকরণ করা করা হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা।’ শনিবার এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সংস্থার সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশের অনুলিপি স্টেডিয়ামের প্রশাসক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, কিছু লোকের অভিযোগ, উদ্যোক্তাদের মধ্যে আগের স্বৈরাচারী সরকারের অনুগামী কয়েক জন রয়েছে। তারা হামলা করতে
পারে মনে করেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদন
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)