Advertisement
০৩ নভেম্বর ২০২৪

সমকামী বিয়ে বৈধ হচ্ছে চেকে

শুক্রবার পার্লামেন্টের নিম্ন কক্ষে ন’টি দলের মধ্যে প্রধানমন্ত্রী আন্দ্রে বাবিশের এএনও (ইয়েস) পার্টি-সহ ছ’টি দলের মোট ৪৬ জন সদস্য ওই খসড়া-বিলটি পেশ করেন। আইনটি পাশ হলে চেক প্রজাতন্ত্র হবে প্রথম সাবেক-কমিউনিস্ট দেশ, যেখানে সমকামী বিয়ে বৈধতা পাবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
প্রাগ শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ০২:৩১
Share: Save:

আর মাত্র একটা ধাপ। তার পরেই চেক প্রজাতন্ত্রে বৈধ হতে চলেছে সমকামী বিয়ে!

শুক্রবার পার্লামেন্টের নিম্ন কক্ষে ন’টি দলের মধ্যে প্রধানমন্ত্রী আন্দ্রে বাবিশের এএনও (ইয়েস) পার্টি-সহ ছ’টি দলের মোট ৪৬ জন সদস্য ওই খসড়া-বিলটি পেশ করেন। আইনটি পাশ হলে চেক প্রজাতন্ত্র হবে প্রথম সাবেক-কমিউনিস্ট দেশ, যেখানে সমকামী বিয়ে বৈধতা পাবে। বিলটি পাশ হতে ২০০ আসনের কক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। আর সাংবিধানিক পরিবর্তন আনতে গেলে লাগবে ১২০টি ভোট।

২০০৬ সাল থেকেই ওই দেশে সমকামী যুগলদের জন্য নথিবদ্ধ সম্পর্কের অনুমতি ছিল। কিন্তু সমকামীরা যাতে পূর্ণাঙ্গ বিয়ের মর্যাদা পান, তার জন্যই নতুন বিল।

তবে বিলটিতে সায় দেননি দক্ষিণপন্থীরা। পাল্টা বিল পেশ করেন ৩৭ জন আইনপ্রণেতার আর একটি দল। এখন ইউরোপের অনেক দেশেই সমকামী বিয়েতে সায় রয়েছে। চেক প্রজাতন্ত্র সব চেয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলির মধ্যে অন্যতম। মে মাসে সেখানে একটি ভোট হয়েছিল। তাতে ৫০ শতাংশ ভোটদাতাই সমকামী বিয়েতে সমর্থন জানান। ৭৪ শতাংশ মানুষের রায় গিয়েছিল নথিবদ্ধ সম্পর্কের দিকে।

অন্য বিষয়গুলি:

Czech Republic Same Sex Marriage Czech Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE