Advertisement
০৫ নভেম্বর ২০২৪

পথ বদল

পথে এল বিপত্তি। তাই বাধ্য হয়েই নতুন পথে মঙ্গলযান ‘কিউরিওসিটি’। নির্ধারিত পথে চলতে গিয়ে সম্প্রতি একটি টিলার ঢালে অন্তত তিন বার পিছলে গিয়েছে এই যান। বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, নির্ধারিত পথটিতে প্রচুর বালি থাকায় টিলায় চড়তে গিয়ে সমস্যা হচ্ছিল। তবে পথ বদল করাতেই ওঠা সম্ভব হয়েছে বলে দাবি তাঁদের। মাটির নীচে শক্ত নিরেট প্রস্তরকে বলে ‘বেডরক’। সূত্রের খবর, ওই টিলার মাথায় এমনই দু’টি বেডরক এসে মিলেছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০২:৫৯
Share: Save:

পথে এল বিপত্তি। তাই বাধ্য হয়েই নতুন পথে মঙ্গলযান ‘কিউরিওসিটি’। নির্ধারিত পথে চলতে গিয়ে সম্প্রতি একটি টিলার ঢালে অন্তত তিন বার পিছলে গিয়েছে এই যান। বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, নির্ধারিত পথটিতে প্রচুর বালি থাকায় টিলায় চড়তে গিয়ে সমস্যা হচ্ছিল। তবে পথ বদল করাতেই ওঠা সম্ভব হয়েছে বলে দাবি তাঁদের। মাটির নীচে শক্ত নিরেট প্রস্তরকে বলে ‘বেডরক’। সূত্রের খবর, ওই টিলার মাথায় এমনই দু’টি বেডরক এসে মিলেছে। সেই পাথরের গড়ন কেমন, তা পরীক্ষা করতেই ওই টিলায় উঠেছে মঙ্গলযানটি।

অন্য বিষয়গুলি:

mars rover curiosity curiosity mars soil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE