তাঁর দলের ‘ভূমিকা’ ছাড়া নেপালে পরবর্তী সরকার গঠন সম্ভব হবে না বলে দাবি করলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কমিউনিস্ট পার্টি অফ নেপাল (মাওয়িস্ট সেন্টার)-এর নেতা পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড। সাধারণ নির্বাচনে ত্রিশঙ্কু পার্লামেন্ট হওয়ার পরে তাঁর এই মন্তব্য নতুন জল্পনা তৈরি করেছে।
২৭৫ আসন বিশিষ্ট নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের নির্বাচনে প্রচণ্ডের দলের নির্বাচিত সদস্য সংখ্যা ৩২ হলেও প্রচণ্ড বলেছেন, ‘‘অন্তত ৬০ জন পার্লামেন্ট সদস্যের সমর্থন আমাদের পিছনে রয়েছে। সরকার গড়ার চাবি আমাদের হাতেই রয়েছে।’’
আরও পড়ুন:
২৭৫ আসন বিশিষ্ট হাউস অফ রিপ্রেজেনটেটিভসের সাধারণ নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ১৬৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়। বাকি ১১০ জন প্রার্থী নির্বাচিত হন সমানুপাতিক নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে। নভেম্বরের শেষপর্বের সাধারণ নির্বাচনে ৮৯টিতে জিতে বৃহত্তম দল হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন নেপালি কংগ্রেস। প্রাক্তন প্রধানমন্ত্রী, ‘চিনপন্থী’ নেতা কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউএমএল) জিতেছে ৭৮টিতে। তৃতীয় স্থানে প্রচণ্ডের দল।