উহান থেকে দেশে ফিরছেন ভারতীয়রা। —ফাইল চিত্র
প্রথম পরীক্ষায় পাশ করলেন উহান-ফেরত সর্বশেষ ১১২ জন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এমসে নমুনা পাঠানো হয়েছিল। তাতে কারও শরীরে ভাইরাস মেলেনি। মানেসরে আইটিবিপি সেনা ক্যাম্পে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে তাঁদের। আইসোলেশন-পর্ব মিটলে ফের পরীক্ষা করা হবে।
গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার বিমানে উহান থেকে উদ্ধার করে আনা হয়েছিল ওই ১১২ জনকে। এঁদের মধ্যে ৭৬ জন ভারতীয়। বাকি ৩৬ জন বিদেশি। সরকারি মুখপাত্র জানিয়েছেন, ১৪ দিনের মাথায় ফের পরীক্ষা করে দেখা হবে সবাইকে। সে বারেও ভাইরাস না-মিললে মুক্তি দেওয়া হবে বন্দিদশা থেকে।
ভারতে এ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা বিশ্বে ক্রমে জাল ছড়াচ্ছে ‘নোভেল করোনাভাইরাস’ বা ‘কোভিড-১৯’। গত কাল সর্বোচ্চ সঙ্কট জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ কোরিয়ায় সংক্রমিতের সংখ্যা ছুঁয়েছে ৩১৫০। শনিবারই শুধু নতুন করে ৮১৩ জনের দেহে ভাইরাসটি মিলেছে। এর মধ্যে আজ জানা গিয়েছে, ৭৩ বছরের এক বৃদ্ধা এক বার সুস্থ হওয়ার পরে ফের নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন। চিনের পরে সব চেয়ে খারাপ অবস্থা দক্ষিণ কোরিয়ার। চিন থেকে
আজ ফের ৪৭ জনের মৃত্যুর খবর মিলেছে। এই নিয়ে সে দেশে মৃতের সংখ্যা ছুঁল ২৮৩৫। সংক্রমিতের সংখ্যা ৭৯,২৫১ জন।
ভাইরাস হামলায় পর্যুদস্ত ইরানও। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৩ জন মারা গিয়েছেন। আক্রান্ত ৫৯৩ জন। যদিও একটি সূত্রের দাবি, কমপক্ষে ২০০ জন মারা গিয়েছেন ইরানে। সে দেশের সরকার অবশ্য এই দাবি অস্বীকার করেছে। সম্প্রতি করোনাভাইরাস নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে আমেরিকাকে এক হাত নিয়েছে ইরান। তাদের দাবি ছিল, ইচ্ছাকৃত ভাবে আতঙ্ক ছড়াচ্ছে ওয়াশিংটন।
ইরানের এক এমপি গত কয়েক দিন ধরে জ্বর, সর্দিকাশিতে ভুগছিলেন। মারা গিয়েছেন তিনি। করোনা আবহে তাঁর মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সরকারের পক্ষ থেকে এ নিয়ে কিছু খোলসা করে জানানো হয়নি। ফলে সত্যিই তিনি ভাইরাস সংক্রমণে মারা গিয়েছেন কি না, সে নিয়ে কিছু জানা যায়নি।
সংক্রমণ রুখতে বহু দেশ যে কোনও ধরনের সম্মেলন বা কনসার্ট বাতিল করে দিচ্ছে। জেনিভা যেমন তাদের বিখ্যাত মোটর শো বাতিল করেছে। কাল থেকে বন্ধ টোকিয়ো ডিজ়নিল্যান্ডও। আজ বাতিল করা হল জাপানের ‘চেরি ব্লসম’ উৎসবও। সে দেশে সংক্রমিতের সংখ্যা ছুঁয়েছে ২৩০। প্রতি বছর টোকিয়ো ও ওসাকায় ‘চেরি ব্লসম’ উৎসবে সাদা ও গোলাপি ফুলের সমাহার দেখতে আসেন লক্ষ লক্ষ মানুষ। ওসাকার এক আধিকারিক বলেন, ‘‘আমরা আন্তরিক ভাবে দুঃখিত... আমাদের সমস্যাটা আশা করি বুঝবেন।’’ ফেসবুক এবং মাইক্রোসফ্টের আপত্তিতে আমেরিকার সান ফ্রান্সিসকোতেও একটি সম্মেলন বাতিল করে দেওয়া হয়েছে। আজ আবার ওয়াশিংটনে এক কিশোরের দেহে ভাইরাস মিলেছে।
ব্রাজ়িলের পর দক্ষিণ আমেরিকার আর এক দেশ মেক্সিকো থেকে আজ করোনা সংক্রমণের খবর এসেছে। কাতার থেকেও প্রথম সংক্রমণের খবর মিলেছে। বছর ছত্রিশের এক মহিলার দেহে ভাইরাসটি পাওয়া গিয়েছে। কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে তাঁকে। ও দিকে সংক্রমণের ভয়ে কাতারে থাকা একাধিক ইরানিকে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে কাতার।
মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতা বিল গেটস আজ বলেন, ‘‘এক শতকে এমন ভয়াবহ জীবাণু সংক্রমণ ঘটেনি। ধনী দেশগুলোর উচিত গরিব-মধ্যবিত্ত দেশগুলোর পাশে দাঁড়ানো।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy